Tareq Nurul Hasan's Blog, page 8

March 18, 2021

ভার্জিনিয়া উলফ ও জীবনানন্দ-

 ভার্জিনিয়া উলফের গল্পের বর্ণনায় কবিতার ছোঁয়া প্রচুর। গদ্যে কবিতার আমেজ পেলে আমার পড়তে ব্যাপক ভালো লাগে এমনিতেই। 

Monday or Tuesday বইয়ের একটা গল্প Kew Gardens. মজার ব্যাপার হলো, মেলবোর্নেও একটা সাবার্বের নাম আছে কিউ। অবশ্য এখানকার বেশিরভাগ এলাকার নামেই ব্রিটিশ প্রভাব অনেক। 

এই গল্পের শুরুতে চমৎকার একটা বর্ণনা রয়েছে, যেখানে রোদের আলো এসে ফুলের পাপড়ির ওপরে পড়ে, সেখান থেকে ফোঁটা হয়ে ঝরে পড়ে নিচ দিয়ে এগিয়ে যাওয়া একটা শামুকের খোলের ওপরে। বর্ণনা আরও এগিয়ে গেলে একটা অংশে উলফ লিখেছেন, “… and the light now settled upon the flesh of a leaf…”

অনেক বছর আগে জীবনের প্রথম কোনও কবিতার লাইন পড়ে পুরো একটা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিলাম। জীবনানন্দের “অবসরের গান” কবিতার একটা লাইন, “শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে…।” 

উলফের লেখাটায় সেই পুরনো কবিতার খোঁজ পেয়ে বেশ ভালো লাগলো। 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2021 20:59

March 2, 2021

কৃষ্ণচূড়াদের গান-

 কৃষ্ণচূড়াদের গান-

গরম কফির ধোঁয়ায় জেগে ওঠে আমাদের সকাল দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে ধরা থাক আমাদের হাত। আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আগুনপাখিদের মতন কৃষ্ণচূড়ার চোখে আজ জল, মেঘ নিশ্চল। ভাঙ্গা কম্পাসে ভুল গানের ছবি দেশ শহর বাড়ি বদলে গেছে সবই, তবুও আমাদের - হাত ধরা থাক, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। দূরের কোনও রেলগাড়ির কুহু ডাক, নাকি সেটা কোকিল কোনও, সে ডাকে ভাঙ্গে এক শালিকের ঘুমও, আমাদের হাতে আমাদের হাত ধরা থাক। আমাদের হাতে ধরা থাক আমাদের হাত।-----
গানের কথাঃ তারেক নূরুল হাসান সুর, সংগীতায়োজন ও কণ্ঠঃ নিঘাত সুলতানা তিথি


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2021 03:27

January 24, 2021

January 17, 2021

উইলিয়াম ট্রেভর-এর গল্প



প্রথম চশমা নেয়ার কথা খুব মনে আছে।

রাস্তার স্পিডলিমিটের সাইন দেখার জন্য চোখ ছোট ছোট করে তাকাতাম, পড়তে পড়তে হাতের বইটা হয়ত অজান্তেই তুলে আনতাম একেবারে চোখের সামনে।

ডাক্তারের কাছে গেলে পরে চশমা ধরিয়ে দিলো। তারপরে দেখি, বাহ, চারপাশ তত ঘোলাটে নয় আসলে যেমনটা ভেবেছি এতদিন। উইলিয়াম ট্রেভর যেন আমার 'পাওয়ার' লাগানো নতুন চশমা। একঘেয়ে পৃথিবীর ততোধিক একঘেয়ে গল্পকারদের অযথা ঘোলাটে ছবির মাঝখানে হঠাতই স্পষ্টতর, নতুনতর কোনও দুনিয়ার ছবি এই গল্পগুলো। পড়ছি আর কেবলই মুগ্ধ হচ্ছি। আমার বুকশেলফে ইলিয়াসের পাশের জায়গাটা এতদিন ফাঁকা পড়ে ছিল, ট্রেভর সাহেব সেখানে পাকাপাকি জায়গা করে নিলেন সহসাই।
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2021 22:44

January 12, 2021

বাংলায় ইবুক ফরম্যাট করার সহজ টিউটোরিয়াল

এই ভিডিওতে হাতে কলমে দেখানো হয়েছেঃ

১/ ওয়ার্ড ডকে লেখা বাংলা পান্ডুলিপিকে কীভাবে ইবুকের জন্যে ফরম্যাট করতে হয়। ২/ ফরম্যাটিং শেষে সেটিকে কী করে ইবুকে (ইপাব, মোবি) ফাইলে কনভার্ট করা যায়।


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2021 18:30

January 2, 2021

November 17, 2020

মধ্যাহ্নভোজ | উইলিয়াম সমারসেট মম্‌ | রূপান্তরঃ তারেক নূরুল হাসান

 ক্লাস ইলেভেন-এর পাঠ্যবইয়ে প্রথম পড়েছিলাম সমারসেট মম্‌-এর The Luncheon গল্পটা। 

এখনও মাঝে মাঝেই মনে হয়, পাঠ্যসূচী কার তৈরি করা ছিল জানি না, কিন্তু আমাদের ইন্টারের ইংরেজি বইয়ের সবগুলো লেখাই দুর্দান্ত ছিল আসলে। বিশাল ইংরেজি সাহিত্য-জগতের প্রতি ভালোলাগার দরজা খুলে দেয়ার জন্যে, অন্তত আমার ক্ষেত্রে, খুবই কার্যকরী ভূমিকা রেখেছিল সেগুলো। 

সেই দারুণ গল্পটা অনুবাদের চেষ্টা করবো ভেবে রেখেছিলাম অনেকদিন ধরেই। তবে অনুবাদের নিয়ম-কানুন নিয়ে সদা সংশয়ে ভুগি। বাংলাদেশে প্রচলিত ধারার অনুবাদ পড়ে তেমন আরাম পাই না আমি। আমার এখনও সবচেয়ে বেশি পছন্দ সেবা প্রকাশনী আর সত্যজিৎ রায়ের করা অনুবাদগুলোই। 

এই গল্পটা অনুবাদ করতে বসার আগে নিজের জন্যে একটা চেকলিস্টের মত করে নিয়েছিলাম; সেবা আর সত্যজিতের অনুবাদ সামনে রেখে একটা হোমওয়ার্কের মতন ব্যাপার। অনুবাদের সময় চেষ্টা করেছি সেগুলো মেনে চলতে। 

শেষমেশ যা দাঁড়িয়েছে সেটাকে অনুবাদ না বলে রূপান্তর বলাই সমীচীন হবে বোধহয়। 

গল্পটি পড়া যাবে এই লিংক থেকে। 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2020 23:18

November 12, 2020

সিজন্স অব বিট্রেয়াল | দময়ন্তী

সাতচল্লিশ সালের দেশভাগ নিয়ে লেখাপত্র আমি আদতে এড়িয়ে চলি। যা কিছু পড়েছি, নন-ফিকশান অথবা গল্প-উপন্যাসে, কোনো অভিজ্ঞতাই স্বস্তিকর হয়নি আমার জন্যে। পড়তে চাই, কিন্তু পেয়েও পড়িনি, এরকম টেক্সটের সংখ্যাও কম নয়। হাসান আজিজুল হকের আগুনপাখি শুরু করেই থামিয়ে দিয়েছিলাম, আজও শেষ করা হয়নি। মাহমুদুল হকের লেখায় অবশ্য দেশভাগ এসেছে, তবে তিনি তার ওপরে একটা মায়ার পর্দার আড়াল টেনে লিখে গেছেন, তাই সেসব পড়ে ফেলতে পেরেছি শেষমেশ। কিন্তু সেগুলোও আমার মনোজগতে বিশাল ঝামেলা করে রেখে গেছে। 

এসবই একান্তই আমার ব্যক্তিগত অপারগতা অবশ্য, ঢোল পিটিয়ে বলার মত কিছু নয়। 

আমি আজ অব্দি এই দেশভাগের ব্যাপারটা ঠিকমত বুঝে উঠতে পারিনি। লক্ষ কোটি মানুষ একরাতের ব্যবধানে হঠাৎ করে ঘরছাড়া হয়ে গেছে, দেশহীন হয়ে গেছে; শুধু ভিন্ন ধর্মের বলে জন্মাবধি প্রতিবেশী তার সব কিছু ছিনিয়ে নিতে উদগ্রীব; চেনা হোক কি অচেনা, প্রাণে মেরে ফেলতে একটুও দ্বিধা হচ্ছে না শুধুমাত্র ভিন্ন নামের বলে…। আমি কিছুতেই মানুষের এই তীব্র কদর্য চেহারা মেনে নিতে পারি না। 

দময়ন্তী-র লেখা “সিজনস অব বিট্রেয়াল” অনেক আগে হাতে এলেও, এতদিন সেটা পড়া হয়ে উঠছিল না এ কারণেই। সম্প্রতি এ বিষয়ক আরও কিছু লেখাপত্র পড়তে হয়েছে নানান কাজে, সেগুলো পড়ার ফাঁকেই সিদ্ধান্ত নিলাম এ বইটাও পড়ে ফেলতে হবে। মাত্রই ঘন্টাখানেক আগে সেই পড়া শেষ হলো। 

 এক কথায় বলতে গেলে, সেই সময়কে বর্ণনা করার জন্যে “বিশ্বাসঘাতক” -এর চেয়ে সঠিক শব্দ আর একটাও নেই। দময়ন্তী-র লেখার হাত খুব শক্তিশালী। বইয়ের বিষয়বস্তুর নিজস্ব ভার আছে, আর এই বইটি লেখা নিজের পরিবারের স্মৃতিকথা থেকে, তার মানে আবেগ নিয়েও কাজ করতে হয়েছে অনেক লিখতে গিয়ে। তবু যে এমন নির্ভার বর্ণনা বইয়ের, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এটা খুব সহজ কাজ নয়।

উপন্যাস নয় এই বই, ইতিহাসই বেশি। তবু কেমন ছবির মত বর্ণনা একেবারে। সবাইকে কেমন সিনেমার মত দেখতে পাচ্ছিলাম পড়তে পড়তে। যে পরিচ্ছেদে যেমন দরকার, বর্ণনার ভাষায় সেরকম পরিবর্তনটা ভালো হয়েছে। জামু চরিত্রটির পরিচ্ছেদগুলোয় হিন্দি/উর্দু মেশানো ন্যারেশান এর প্রশংসা না করে পারা যায় না আসলে। 

বই হাতে নেয়ার আগেই মনে মনে প্রস্তুতি নেয়া ছিল, তবু কিছু কিছু অংশে মানুষের বর্বরতার বিবরণ পড়তে গিয়ে থমকে যেতে হয়েছে। বইয়ের পাতায় পড়ি, তবু মনে প্রশ্ন আসে, মানুষকে কেমন করে বিশ্বাস করে মানুষ? 

ইতিহাস, কল্পনা, গল্প, দুঃখ, আনন্দ, আর বিশ্বাসভঙ্গের বেদনা, খুবই নির্মোহ আর পারদর্শী কলমে লেখা হয়েছে সব কিছু।

একটানা পড়ে যাওয়ায় হঠাৎই বইটা শেষ হয়ে গেছে বলে মনে হলো আমার কাছে। যোগেশ, লাবণ্য, যুঁই এর গল্প জানা বাকি রয়ে গেলো। তবে এটা সিজন-১, তাই দেখে মনে মনে আশ্বস্ত  হলাম, পরের বইয়ের অপেক্ষায় থাকবো অবশ্যই।




 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2020 06:25

November 9, 2020

গুরুচন্ডা৯ ব্লগে দেয়া গল্প- বিপ্রতীপ।

 প্রায় দশ বছরের লম্বা বিরতি দিয়ে পর পর দু’টি গল্প লিখে ফেলেছিলাম গত বছরে। 
এটি তাদের মধ্যে দ্বিতীয়টি। 
কিছুদিন আগে সেটা গুরুচন্ডা৯ ব্লগে তুলে দিলাম। 
পড়া যাবে এই লিংক থেকেঃ গল্প- বিপ্রতীপ। 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2020 17:05

November 8, 2020

বইদ্বীপ বৈঠক | পডকাস্ট ৩ | জেন ইন দ্য আর্ট অব রাইটিং | রে ব্র্যাডবেরি

 


দীর্ঘদিন পরে নতুন বৈঠক নিয়ে এলাম ইউটিউবে। এরপর থেকে আরও নিয়মিত হবার চেষ্টা করতে হবে। 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2020 21:00

Tareq Nurul Hasan's Blog

Tareq Nurul Hasan
Tareq Nurul Hasan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Tareq Nurul Hasan's blog with rss.