"তাই জীবনে আমরা নিয়ম ভাঙবো, ভুল করবো, মূর্খতার পরিচয় দেব। আমাকে দেখে অন্য হাসবে, অন্যকে দেখে আমি হাসবো - এই পারষ্পরিক হাস্য বিনিময়ের মাঝেই আমরা বেঁচে থাকবো। এই হাসিকে সব সময় দন্ত বিকাশ বলে চেনা যাবে না; কখনো চোখের জলে তা গলে পড়বে, কখনো হাহাকার বিদীর্ণ হবে,কখনো ধূসর বিষাদে তা লীন হয়ে যাবে। কিন্তু আসলে সবই 'হাউলার' - ভুল শোনা, ভুল বোধা, ভুল বলা, ভুল করা আর ভুলের ফসলে জীবনের গোলা ভরে ভরে তোলা।
— Aug 21, 2017 06:52AM
Add a comment