আমরা সাধারণ মানুষ, সহজ বুদ্ধিতে এ সবের থই পাই না। তরুণদের আমি বুঝি, তাঁদের অনেক যন্ত্রণা জমেছে, সেই জ্বলার অভিব্যাক্তি সর্বদা নিয়ন্ত্রিত হতে পারে না, হিসেবী পা ফেলে বিপ্লবও আসে না। কিন্তু যাঁরা নেতৃত্ব দেন, দায়িত্ব তাঁদের ওপরেই বর্তায়, তাঁদেরই লক্ষ রাখতে হয় কী থাকবে, কী যাবে। লেনিনের এই শতবর্ষে মনে পড়েছে বিপ্লবকালে এ দায় কিভাবে তিনি তার তাঁর সহযোদ্ধারা গ্রহণ করেছিলেন।
— Oct 20, 2017 07:35AM
Add a comment