এক দোকানে রুশ উপন্যাস সঞ্চয়ন -
১ ও
২ পেলাম। গায়ের দাম ১,৪৭৫ টাকা। কিন্ত ৫০০ টাকায় দিল। বই সেকেন্ড হ্যান্ড নয়। নতুন বই কিনলেও এর চেয়ে কন্ডিশন মাঝে মাঝে খারাপ থাকে! বুঝলাম না ঘটনাটা কি!! মাঝে হয়তো শুদ্ধস্বরের ছাড়ে অনেক বই ছেড়ে দিয়ে থাকতে পারে। ব্যাপার যাই হোক, দাঁত কেলানোর ইমো!! :D