আমি যে বইটা পড়তে বোর হচ্ছি ব্যাপারটা এমন না, কিন্তু কোনো এক অজানা কারণে কয়েক পাতা পড়ার পর চোখ ভেঙ্গে ঘুম আসে। অনেক কষ্টে চোখটা জাগিয়ে রেখে আবার পড়ার চেষ্টা করি। এবার বেচারা মস্তিষ্ক ঘুমায়ে যায়...কয়েক পৃষ্ঠা এগিয়ে যাবার পর খেয়াল করি এতক্ষণ কি পড়েছি আমি আসলে জানি না... হাহাহা...
— Oct 18, 2014 03:50AM
Add a comment