বইখানা এখনও পড়ি নাই। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। ৫৫০ পৃষ্ঠার এই বইখানা না পড়া কারো জীবন ব্যর্থ হয়ে যাবার পিছে যথেষ্ট শক্ত কারণ। স্কিম থ্রু করতে গিয়ে দেখলাম অনেক কিছুই পড়া আছে, তাই আমার জীবন পুরোপুরি ব্যর্থ না। তবে এতে চলবে না পুরোটা পড়ে ফেলতে হবে। আস্তে ধীরে অনেকদিন ধরে পড়তে হবে, এই বই তাড়াতাড়ি শেষ হয়ে গেলে চলবে না।
লিংকঃ
https://archive.org/details/ALORFULKI