"যিনি আমাকে লজ্জা দিতে চেয়েছিলেন, তার একটি জিজ্ঞাস্য ছিল তাঁকে, 'বেশ তো, মানব প্রেমে বিচলিত হয়ে না-হয় আমরা রিকশা চাপা বন্ধ করলুম, কিন্তু এই লোকগুলো কী খাবে? বিকল্প ব্যবস্থা করবেন? বর্ষার কলকাতা যখন দ্বীপপুঞ্জ , তখন না হয় আমরা সাঁতারই দিলুম, হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য না হয় অ্যাম্বুলেন্সেই ফোন করা গেল, কিন্তু এদের অন্ন-সংস্থান কোথায় হবে?"
— Aug 21, 2017 08:05AM
Add a comment