বই লাভার'স পোলাপান (Boi lover's polapan) discussion

This topic is about
Jim Butcher
বই-আড্ডা
>
ড্রেসডেন ফাইলস - আলোচনা
date
newest »

ভাইয়া আপনি চাইলে এটা বই রিভিউ সেকশনে নিয়ে যেতে পারেন। টপিকের নামের পাশে (edit) এ ক্লিক করে folder বই-আড্ডা বদলে বই আলোচনা (Book Review) করে দিলেই হবে। পোস্টের সংখ্যা বাড়লে এটা পরে সহজে খুঁজে পাওয়া যাবেনা। Search করে যেন সহজে খুঁজে পাওয়া যায় সেজন্যে টপিকের নিচে "This topic is about" এ ড্রেসডেন ফাইলস এর লেখকের নাম দিয়ে দিতে পারেন। এবং আপনার অরিজিনাল পোস্টে "add book/author" option এর মাধ্যমে ড্রেসডেন ফাইলস এর সব বইগুলো এড করে দিলে পরবর্তীতে যে কেউ search bar এ এই সিরিজের কোন বই/লেখকের নাম দিয়ে search দিলেই এই পোস্টটিকে খুঁজে পাবেন।
এন্ড আপনার টপিকের নামটা The Dresden Files series by Jim Butcher করে দিয়েন প্লিজ যদি বই রিভিউ সেকশনে নিয়ে যান।
এন্ড আপনার টপিকের নামটা The Dresden Files series by Jim Butcher করে দিয়েন প্লিজ যদি বই রিভিউ সেকশনে নিয়ে যান।

আপু, এটা কিন্তু আমি স্রেফ আড্ডা দেয়ার জন্য বা মতামত শেয়ার করার জন্য শুরু করছি। এখানে বই বা সিরিজের কোন রিভিউ রাখার ইচ্ছে নেই। যাই হোক, আড্ডাটাকে রিভিউ সেকশনে নেয়া যাবে তাহলে?
আর বাকি কথাগুলো দারুন বলেছেন। করে দিচ্ছি এখনই। অসংখ্য ধন্যবাদ।
Auyon wrote: "Bookish wrote: "ভাইয়া আপনি চাইলে এটা বই রিভিউ সেকশনে নিয়ে যেতে পারেন। ..."
আপু, এটা কিন্তু আমি স্রেফ আড্ডা দেয়ার জন্য বা মতামত শেয়ার করার জন্য শুরু করছি। এখানে বই বা সিরিজের কোন রিভিউ রাখার ইচ্ছে..."
বই নিয়ে শুধু টুকরো টুকরো কমেন্ট/মতামত, যেমন সিরিজের কোন বইটা ভালো/খারাপ লেগেছে, নিয়ে আড্ডা হলে এটা ঠিক সেকশনেই আছে যেহেতু এখানে রিভিউ লেখাটা প্রধান লক্ষ্য না। তবে এক ফাঁকে আপনাকে ফোল্ডার বদল করার বুদ্ধিটা শিখিয়ে দিলাম এটাও মন্দ না :)। এরকম আড্ডা বিভিন্ন সিরিজ নিয়ে আরো হলে তো ভালোই হয়। সবার কাছে শুধু অনুরোধ করবো একটা জিনিস খেয়াল রাখতে কোন সদস্য যেন spoiler লিখে না ফেলেন without spoiler code or any spoiler alert on top of comment. এই ব্যাপারে সবার সাহায্য দরকার হবে আমার কারণ সব বই এর spoiler সম্পর্কে আমার কোন আইডিয়া থাকবেনা সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমার কাছে একটা alert মেসেজ দরকার হবে। এই সম্পর্কিত একটা ছোট নোট লিখে দিব এখনই রুল সেকশনে।
আপু, এটা কিন্তু আমি স্রেফ আড্ডা দেয়ার জন্য বা মতামত শেয়ার করার জন্য শুরু করছি। এখানে বই বা সিরিজের কোন রিভিউ রাখার ইচ্ছে..."
বই নিয়ে শুধু টুকরো টুকরো কমেন্ট/মতামত, যেমন সিরিজের কোন বইটা ভালো/খারাপ লেগেছে, নিয়ে আড্ডা হলে এটা ঠিক সেকশনেই আছে যেহেতু এখানে রিভিউ লেখাটা প্রধান লক্ষ্য না। তবে এক ফাঁকে আপনাকে ফোল্ডার বদল করার বুদ্ধিটা শিখিয়ে দিলাম এটাও মন্দ না :)। এরকম আড্ডা বিভিন্ন সিরিজ নিয়ে আরো হলে তো ভালোই হয়। সবার কাছে শুধু অনুরোধ করবো একটা জিনিস খেয়াল রাখতে কোন সদস্য যেন spoiler লিখে না ফেলেন without spoiler code or any spoiler alert on top of comment. এই ব্যাপারে সবার সাহায্য দরকার হবে আমার কারণ সব বই এর spoiler সম্পর্কে আমার কোন আইডিয়া থাকবেনা সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমার কাছে একটা alert মেসেজ দরকার হবে। এই সম্পর্কিত একটা ছোট নোট লিখে দিব এখনই রুল সেকশনে।


ববের কথা ভুলে গেলে চলবে কী করে, বব ছাড়া ড্রেসডেন আর আইফেল টাওয়ার ছাড়া প্যারিস একই কথা। ববের কথা একটু কায়দা করে প্রথম প্যারার শেষ লাইনে বলেছি দেখেন। তবে ওকে Emphasize দিতে গিয়ে বোধহয় de-emphasize করে ফেলেছি - অতি চালাকি করতে গেছিলাম তো, গলায় দড়ি পড়েছে!!

ববের কথা ভুলে গেলে চলবে কী করে, বব ছাড়া ড্রেসডেন আর আইফেল টাওয়ার ছাড়া প্যার..."
ধুরো, আসলেই আমার চোখটা গেছে।অথচ আমি আপনার লেখাটা ৩বার পড়ার পর কমেন্ট করেছিলাম।বুঝতে পারছি, স্মার্টফোনে আর ইবুক পড়তেছি না।হয় অডিওবুক/হার্ডকপি নয়ত একটা কোবো কিনে তারপর।

কোবো কেমন? আমার পছন্দ ছিলো কিন্ডল পেপার হোয়াইট।

Books mentioned in this topic
Dead Beat (other topics)Storm Front (other topics)
Proven Guilty (other topics)
White Night (other topics)
Grave Peril (other topics)
More...
যত দিন যাচ্ছে (সিরিজের দিন) - কাহিনি ততই জমে উঠছে। আর চরিত্রগুলোও এমনভাবে তৈরী করা হয়েছে যে কাকে ফেলে কার কথা বলি? সেদিন চিন্তা করছিলাম সেকেন্ড ক্যারেক্টার আর ভিলেন নিয়ে। মাথাই নষ্ট!! কার কথা ছেড়ে কার কথা বলবো? সেকেন্ড ক্যারেক্টার অনেকগুলোই ফেবারিটে পরিণত হয়েছে - গ্রাসহপার ওরফে মলি, মলির বাবা মাইকেল, আইভি, টমাস, মার্ফি, আলফাদের নেতা বিল, মেজর জেনারেল টুট (হ্যাঁ, টুট আমার অন্যতম ফেবারিট একটা চরিত্র), মাউস (সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র), কিনক্যাড (মাউসের পরে সেকেন্ড বেস্ট ইন্টারেস্টিং), আর জেন্টলম্যান জনি মার্কোনি (ভিলেন নয়, সাপোর্টিং চরিত্র, আমার অন্যতম প্রিয়)। ওহ, বাটারসের কথা তো ভুলেই গেছি! দেখেছেন - একটা লিস্ট করতে গিয়েই কম্ম কাবার! আর বব! আহ! বব!!
আর ভিলেন? ম্যাবকে এগিয়ে রাখবো, নাকি নিকোডামাসকে (ডেনারিয়ান বস)? লারা রেইথ কোথায় যাবে শেষ পর্যন্ত? মাভরাকেও তো বাদ দিতে পারছি না - নিজের ক্যালিবারে সে সবচেয়ে বেশী ভুগিয়েছে। কিংবা এখন পর্যন্ত পর্দার পেছনে কাজ করা কাউল? উফ!! মাথার মধ্যে কতকিছু যে ফাস্ট মোশন সিনেমার মত চলছে, তা এই সিরিজের ভক্তরাই বুঝতে পারবেন। লেখার সাধ্য নেই সেই দৌড়ের সাথে পাল্লা দেয়ার!!
তো, আপনাদের মাথার মধ্যেও নিশ্চয়ই এখন ঘর্ঘর করে ঘুরতে শুরু করেছে একই ধরণের ফাস্ট এন্ড ফিউরিয়াস চিন্তাভাবনা? আর কি, ঝেড়ে দিন সেগুলোকে মন্তব্যের ঘরে, হয়ে যাক একটা জমজমাট আড্ডা!!
Storm Front
Fool Moon
Grave Peril
Summer Knight
Death Masks
Dead Beat
Blood Rites
Proven Guilty
White Night
Small Favor
Turn Coat
Changes
Ghost Story
Cold Days
Skin Game