Derth Quotes

Quotes tagged as "derth" Showing 1-1 of 1
Pablo Neruda
“এই এপিটাফ এক আলোয় গড়া জানোয়ারের
এবং আজ হারিয়ে যাওয়া অরণ্যের গভীরে
সে শত্রুর আওয়াজ শুনতে পায় আর পালায়
অন্য কারোর কাছ থেকে
সেই অশেষ কথোপকথন থেকে
যে বৃন্দগান সবসময়ে আমাদের সঙ্গে থাকে তা থেকে
এবং জীবনের অর্থময়তা থেকে
কেননা এই একবার, কেননা কেবল একবার, কেননা
একটি শব্দমাত্রা অথবা একটি নৈঃশব্দের বিরামকাল
অথবা একটি ঢেউয়ের অবরোধহীন ধ্বনি
সত্যের মুখোমুখি আমাকে ছেড়ে চলে যায়
এবং তখন আর ব্যাখ্যা করার জন্য কিছু বাকি নেই,
বলার মতো আর কিছু নেই : এইই সবকিছু ।
অরণ্যের দরোজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল ।
পাতাদের উন্মুক্ত করে সূর্য পাক খেয়ে চলে
চাঁদ ওঠে কোনো শাদা রঙের ফলের মতন
আর মানুষ তার নিয়তির কাছে মাথা নত করে।”
Pablo Neruda, Antología poética