Rafan Ahmed's Blog, page 5
December 19, 2019
অবিশ্বাসী কাঠগড়ায় সমালোচনার জবাব ১
অবিশবাসী কাঠগডায পরকাশিত হওযার পর থেকে অপেকষা করছিলাম বইটির সমালোচনামূলক কোনো রিভিউ আসুক অপরপকষ থেকে; যা তাদের চিনতার ধাঁচ ও মানসিকতা বুঝতে সাহাযয করবে। এই পরথম একজনকে দেখলাম যিনি একটু পডাশোনা করে হলেও বইযের একটি টপিককে সমালোচনা করার চেষটা করেছেন। সমালোচক নিজে একস-হিনদু, পদারথবিজঞানে সনাতক বলে দাবি করেন নিজেকে।
[image error]পরসঙগত বলে রাখা ভালো, আমার বইযের রিভিউ দেওযার আগে তিনি জনপরিয লেখক ডা. শামসুল আরেফিন শকতি’র বেসট সেলার বই ডাবল সটযানডারড নিযে ভিততিহীন একটি পোসট দেন। এই পোসটে তিনি লেখকের পেশাকে...
December 17, 2019
কালবেলা
আমার পড়াশোনার অভযাস আমার পরিয় মায়ের দিক থেকে পাওয়া। নানা সকুলশিকষক ছিলেন। তার পড়ার অভযাস ছিলো বেশ। তার থেকে এই নেশা পেয়ে বসেছে আমার মাকে। আর সেখান থেকে মায়ের আদরের পুতরযুগলকে।
বড়ভাইয়ের একসময় পরচুর গলপ পড়ার নেশা ছিলো। সকুলের বইয়ের মাঝে লুকিয়ে তিন গোয়েনদা পড়তে গিয়ে কতবার যে মার খেয়েছে- তার হিসেব নেই। আমি আবার পড়াশোনা শেষ করে তারপর অনয বই নিয়ে বসতাম। এখনো বাসায় লাইবরেরিতে তাকিয়ে দেখি কত বই থরে থরে সাজানো। এপার বাংলা, ওপার বাংলা, পরাচয, পরতীচয হেন জায়গা নেই যেখানের কোন না কোন রাইটারের বই নেই।...
December 14, 2019
ফানুসকথন
ঘুটঘুটে রাত। শহরে আসলে ঘুটঘুটে রাত অনুভব করা যায না। এদিক-সেদিকের নানান রঙবেরঙের আলোতে গহীন রাতের আমেজ মলান হযে যায। বাসার এদিকটা রাসতা থেকে বেশ ভিতরে। চারিপাশে গাছাগাছালি বেশ। দুধের সবাদ ঘোলে মেটানো যায আর কি। আসলাম সাহেব আজ কবিতা লিখবেন ভেবেছিলেন। জীবনের বযসততায বহু দিন কবিতা নিযে বসা হয না। উনার কবিতার একটা খাতা আছে। উপরে বড বড করে লেখা, “তোমার সাথে”। অবসর পেলে একটুআধটু কবিতা চরচা করেন। তবে সবসময তো আর আমেজ আসে না।
আজ মনসথির করেছিলেন দু-চার লাইন লিখবেন। তার আবার ফাউনটেন পেন দিযে কবিতা...
December 11, 2019
স্টিফেন হকিনের খোদা কে? [God of Hawking]
– এই যে মাঠ দেখছিস, গডপডতা এটি মিটার বাই মিটার হয। সবুজ হতে হবে মাঠ, বুঝলি? ঐ যে দুই পাশে সাদা বাকসের মতো দেখছিস, ওগুলোকে গোলপোসট বলে, ওটা থেকে ইযারড ও ইযারড দূরে দুটো সাদা বাকস আঁকা। মাঠের মাঝখানে দেখ, একটা গোললা আঁকা। খেলা মোট মিনিটের হয, মিনিট পরে একটা বরেক। পরতি দলে খেলোযাড লাগে জন, এর মধযে জন গোলকীপার। খেলাওযাডদের কাজ হলো অপর গোলপোসটের জালে বলটাকে জডিযে দেওযা। তারপর নাদনকোদন করে গোল উদযাপন। এটাই হলো ফুটবল। তবে সাবধান, ফাউল বা অফসাইড করা যাবে না। তাহলে মাশুল দিতে হবে, বুঝলি।
–...
স্টিফেন হকিনের খোদা কে? [Hawking's God]
– এই যে মাঠ দেখছিস, গডপডতা এটি মিটার বাই মিটার হয। সবুজ হতে হবে মাঠ, বুঝলি? ঐ যে দুই পাশে সাদা বাকসের মতো দেখছিস, ওগুলোকে গোলপোসট বলে, ওটা থেকে ইযারড ও ইযারড দূরে দুটো সাদা বাকস আঁকা। মাঠের মাঝখানে দেখ, একটা গোললা আঁকা। খেলা মোট মিনিটের হয, মিনিট পরে একটা বরেক। পরতি দলে খেলোযাড লাগে জন, এর মধযে জন গোলকীপার। খেলাওযাডদের কাজ হলো অপর গোলপোসটের জালে বলটাকে জডিযে দেওযা। তারপর নাদনকোদন করে গোল উদযাপন। এটাই হলো ফুটবল। তবে সাবধান, ফাউল বা অফসাইড করা যাবে না। তাহলে মাশুল দিতে হবে, বুঝলি।
–...
স্টিফেন হকিনের খোদা কে?
– এই যে মাঠ দেখছিস, গডপডতা এটি মিটার বাই মিটার হয। সবুজ হতে হবে মাঠ, বুঝলি? ঐ যে দুই পাশে সাদা বাকসের মতো দেখছিস, ওগুলোকে গোলপোসট বলে, ওটা থেকে ইযারড ও ইযারড দূরে দুটো সাদা বাকস আঁকা। মাঠের মাঝখানে দেখ, একটা গোললা আঁকা। খেলা মোট মিনিটের হয, মিনিট পরে একটা বরেক। পরতি দলে খেলোযাড লাগে জন, এর মধযে জন গোলকীপার। খেলাওযাডদের কাজ হলো অপর গোলপোসটের জালে বলটাকে জডিযে দেওযা। তারপর নাদনকোদন করে গোল উদযাপন। এটাই হলো ফুটবল। তবে সাবধান, ফাউল বা অফসাইড করা যাবে না। তাহলে মাশুল দিতে হবে, বুঝলি।
–...
যীশুর অস্তিত্ব কি আসলেই ছিলো? [Did Jesus exist]
মাথা বযাথা হলে মাথা কেটে ফেলো – মাঝে মাঝে এমন অদভূত পদকষেপ নিতে দেখা যায় নাসতিকদের। যেমন যীশুর বযাপারটাই ভেবে দেখুন। খরিসটান ধরমকে পরাসত করার তাড়নায় কয়েকজন নাসতিক পণডিত দাবি করেছেন যীশু বলে কারো অসতিতবই ছিলো না। এদের সাদা চামড়ার রূপে মুগধ হয়ে বঙগীয় পণডিত ড. হুমায়ুন আজাদ চিৎকার করে বলেছেন :
“মানুষ কতোটা মিথযা বলতে ও বিশবাস করতে পারে, তার অসামানয উদাহরণ জেসাস বা খরিষট । জেসাস মানুষের শরেষঠ কলপচরিতর : গত দু-শো বছরের বাইবেলবিজঞানীরা, যাঁদের অনেকেই ধারমিক ও পুরোহিত, পরমাণ করেছেন যে জেসাস নামে কেউ...
যীশুর অস্তিত্ব কি আসলেই ছিলো!?
মাথা বযাথা হলে মাথা কেটে ফেলো – মাঝে মাঝে এমন অদভূত পদকষেপ নিতে দেখা যায় নাসতিকদের। যেমন যীশুর বযাপারটাই ভেবে দেখুন। খরিসটান ধরমকে পরাসত করার তাড়নায় কয়েকজন নাসতিক পণডিত দাবি করেছেন যীশু বলে কারো অসতিতবই ছিলো না। এদের সাদা চামড়ার রূপে মুগধ হয়ে বঙগীয় পণডিত ড. হুমায়ুন আজাদ চিৎকার করে বলেছেন :
“মানুষ কতোটা মিথযা বলতে ও বিশবাস করতে পারে, তার অসামানয উদাহরণ জেসাস বা খরিষট । জেসাস মানুষের শরেষঠ কলপচরিতর : গত দু-শো বছরের বাইবেলবিজঞানীরা, যাঁদের অনেকেই ধারমিক ও পুরোহিত, পরমাণ করেছেন যে জেসাস নামে কেউ...
December 6, 2019
শয়তান কই? [Does Satan exist]
নাসতিকতা বা সংশযে থাকা মানুষগুলো একটা কমন পরশন হলো – শযতান কোথায?
এসকল মানুষ বিজঞানবাদিতা রোগে আকরানত হওযার কারণে শযতানের বৈজঞানিক পরমাণ চায; বিজঞানকেই সতয জানার একমাতর মানদণড মন করে। শযতানের অসতিতব যদি থেকেই থাকে বিজঞান কেন খুঁজে পাযনি— এমন কথা বলতে থাকে। বিজঞান সমপরকে অজঞতার কারণে এরা সারকুলার রিজনিং ফযালাসিতে নিতযদিন ঘুরপাক খায।
বিজঞান পথ চলা শুরু করে পদধতিগত পরকৃতিবাদের অনুমান (বা বলতে পারেন অনধবিশবাস) নিয়ে। যার লকষয হলো চোখের সামনে থাকা এই অবাক বিশবের কোনও ঘটনা বযাখযার সময় কেবল জাগতিক...
শয়তান কই?
নাসতিকতা বা সংশযে থাকা মানুষগুলো একটা কমন পরশন হলো – শযতান কোথায?
এসকল মানুষ বিজঞানবাদিতা রোগে আকরানত হওযার কারণে শযতানের বৈজঞানিক পরমাণ চায; বিজঞানকেই সতয জানার একমাতর মানদণড মন করে। শযতানের অসতিতব যদি থেকেই থাকে বিজঞান কেন খুঁজে পাযনি— এমন কথা বলতে থাকে। বিজঞান সমপরকে অজঞতার কারণে এরা সারকুলার রিজনিং ফযালাসিতে নিতযদিন ঘুরপাক খায।
বিজঞান পথ চলা শুরু করে পদধতিগত পরকৃতিবাদের অনুমান (বা বলতে পারেন অনধবিশবাস) নিয়ে। যার লকষয হলো চোখের সামনে থাকা এই অবাক বিশবের কোনও ঘটনা বযাখযার সময় কেবল জাগতিক...