আমার পড়াশোনার অভযাস আমার পরিয় মায়ের দিক থেকে পাওয়া। নানা সকুলশিকষক ছিলেন। তার পড়ার অভযাস ছিলো বেশ। তার থেকে এই নেশা পেয়ে বসেছে আমার মাকে। আর সেখান থেকে মায়ের আদরের পুতরযুগলকে।
বড়ভাইয়ের একসময় পরচুর গলপ পড়ার নেশা ছিলো। সকুলের বইয়ের মাঝে লুকিয়ে তিন গোয়েনদা পড়তে গিয়ে কতবার যে মার খেয়েছে- তার হিসেব নেই। আমি আবার পড়াশোনা শেষ করে তারপর অনয বই নিয়ে বসতাম। এখনো বাসায় লাইবরেরিতে তাকিয়ে দেখি কত বই থরে থরে সাজানো। এপার বাংলা, ওপার বাংলা, পরাচয, পরতীচয হেন জায়গা নেই যেখানের কোন না কোন রাইটারের বই নেই।...
Published on December 17, 2019 07:10