প্রথম অধ্যায় ছিল বাঙালী জাতীয়তাবাদের উপর ভাষার প্রভাব নিয়ে। লেখক বিশ্লেষণ করেছেন, ভাষা কীভাবে জাতীয়তাবাদের অন্যতম নিয়ন্তা হয়ে দাড়ায়, আর বাংলা ভাষা কী করে বাঙালীর জাতীয়তা নির্ধারণ করে দিয়েছে গত কয়েক হাজার বছরে, যার শুরু আর্যদের আগমনের মাধ্যমে। এই হাজার বছরে একই ধাচে ভিন্ন রূপে, এমনটা ঘটেছে। আর ভূখণ্ডের মানুষ ভাষার পরিচয়ে বিভক্ত হয়েছে, প্রায় একই ভাষায় কথা বলার পরেও!
দ্বিতীয় অধ্যায়, 'শিক্ষার কাজ' চলছে!
— Mar 04, 2017 01:08PM
Add a comment