
বছর খানেক আগে বইটির প্রাথমিক সম্পাদনার কাজ করেছিলাম, এরপর সে প্রতিষ্ঠান ছেড়েছি। বইটিও ঘটনাক্রমে সে প্রতিষ্ঠান ছেড়েছে। অন্য প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে তবুও একখানা সৌজন্য কপি হাতে পেয়েছি। এই বইটিতে মুক্তিযুদ্ধের এমন কিছু কথা আছে যা আর কোথাও নেই, গেরিলাদের ও নির্যাতিত মানুষের মুখ থেকে হাসান মোর্শেদ ছাড়া যে কথা এর আগে আর কেউ জানতে চায়নি