কলার খোসা পুড়িয়ে-শুকিয়ে একটা সময় ক্ষার তৈরী হতো যা কাপড় কাচার পাশাপাশি তরকারিতেও ব্যবহার করতো। ব্যাপারটা ইন্টারেস্টিং!
আরেকটা মজার নাম পেলাম মিষ্টিকুমড়োর_বৈতালি। কিউত না? 😶
আরেকটু পড়তাম, কিন্তু ক্ষীরে এসে এত এত মিষ্টির নাম আর বিবরণ পড়ে আর নেওয়া যাচ্ছে না! আহা! যেমন সুন্দর নাম একেকটা_ক্ষীরেলি, ক্ষীরমোহন, সরপুরিয়া, কলাকাঁদ, কলাচাঁদ, সরতক্তি, রসাসর, মানিকমালাই, সরভাজা আরো কত কী! ইশ! 🤤
— Apr 14, 2021 08:58AM
Add a comment