ফারহানা জাহান’s Reviews > প্রতিদিন একটি রুমাল > Status Update
ফারহানা জাহান
is on page 20 of 136
❝কতো কথা মনে পড়ে, মনে পড়ে সিরাজদিখাঁর সেই পাতক্ষীরের কথা, জীবে স্বাদ লেগে আছে এখনো। মনে পড়ে রামপালের কলামুলোর কথা, গাদিঘাটের কুমড়ো, আড়িয়লবিলের কই মাছ, আরো কত কিছু। আতরপাড়ার সেই দই, আহারে সব গেল কোথায়। গোটা গ্রাম জুড়ে ছিল কদমের বন, বর্ষার নদী ধীর মন্থর গতিতে ফেঁপে উঠে শেষে কদমের বনের কাছে গিয়ে ইচ্ছে করে পথ হারিয়ে 'এআমারকীহলোগো' ভাণ ধরে ছেলেমানুষিতে মেতে উঠতো।❞
— Oct 11, 2021 05:41PM
8 likes · Like flag
Comments Showing 1-1 of 1 (1 new)
date
newest »
newest »
message 1:
by
ফারহানা
(new)
-
rated it 5 stars
Oct 11, 2021 05:42PM
❝এখন গ্রাম কি গ্রাম উজাড়; দেশলাইয়ের কারখানা গিলে ফেলেছে সবকিছু। কদমের সেই বনও নেই, নদীর সেই ছেলেমানুষিও নেই; এখন ইচ্ছে হলো তো একধারসে সব ভাসিয়ে দিলো, সবকিছু ধ্বংস করে দিলো, 'আমি তোমাদের কে, আমি যা ইচ্ছে তাই করবো' ভাবখানা এমন। সবকিছু দেখে, সবকথা ভেবে হৈরব এ সিদ্ধান্তেই পৌছায় যে, অনেক কিছু তার দেখা হয়ে গেছে, অনেক, অনেক, আর দরকার নেই তার দেখার, 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা, ঈশ্বর আমারে তুইলা নাও—' জীবনের কী খাঁই, কতো কিছু তার চাই, আজ আর তার কোথাও বাঁশপাতার কোনো গন্ধ লেগে নেই, উইঢিপির কোনো গন্ধ নেই, এ্যাশশ্যাওলার গন্ধেও কতো আত্মীয়স্বজন, কতো পালাপার্বণ, কতো জন্মমৃত্যুর স্মৃতি ভুরভুর করেছে একসময়। জীবনের এখন গণ্ডা গণ্ডা মাথা, গণ্ডা গণ্ডা চোখ হাত নখ দাঁত, রাবণ কোন ছাড়; জীবনের এখন সবকিছু চাই, কেবল ভালোবাসা ছাড়া, যতো কিছু আছে সব—❞
reply
|
flag

