অ্যান্ডি উইয়ারের গল্প • ডিম

অ্যান্ডি উইয়ার আমেরিকান ঔপন্যাসিক ও কম্পিউটার প্রোগ্রামার। জন্মগ্রহণ করেন ১৯৭২ সালের ১৬ জুন, ক্যালিফোর্নিয়ায়। তার প্রথম উপন্যাস দ্য মার্শিয়ান থেকে একই নামে মুভি বানানো হয় ২০১৫ সালে। ২০১৬ সালে লাভ করেন জন ডব্লিউ ক্যাম্পবেল এওয়ার্ড ফর দ্য বেস্ট নিউ রাইটার। ডিম তুমি বাড়ি ফেরার সময় মারা গিয়েছিলে— নেহাতই সড়ক দূর্ঘটনা ছিল—বিশেষ কিছু হয়নি, তবু তোমার জন্য দূর্ঘটনাটা মারাত্মক ছিল। স্ত্রী এবং দুটো সন্তান রেখে গেছ। যন্ত্রণাহীন মৃত্যু। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2020 04:00
No comments have been added yet.