১. এপ্রিল, ১৯৪৭। উইলিয়াম ফকনার আমন্ত্রিত হলেন ইউনিভার্সিটি অব মিসিসিপিতে। সেখানে যথারীতি গেলেন তিনি, ক্রিয়েটিভ রাইটিং ক্লাসে তখন চলছিল প্রশ্নোত্তর পর্ব। ছাত্ররা ফকনারকে বিভিন্ন প্রশ্ন করছিল। এক পর্যায়ে তাঁকে জিজ্ঞেস করা হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ পাঁচজন কনটেম্পোরারি লেখকের নাম নিতে। তিনি তালিকা দিলেন : আমেরিকান ঔপন্যাসিক টমাস উলফ, জন দস পাসো, আর্নেস্ট হেমিংওয়ে, ওইলা ক্যাথার এবং জন স্টেইনবেক। এরপর তাঁকে জিজ্ঞেস করা হলো এই পাঁচজনের শ্রেষ্ঠত্ব অনুযায়ী তালিকা করতে। ফকনার জবাব
...
Published on July 15, 2020 06:37