ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একগুচ্ছ কবিতা কোথাও একটি মানুষ ও অন্যান্য কবিতা নদী স্রোতভর্তি নদী। স্রোত নদীকে নিয়ে যাচ্ছে দূরে দক্ষিণে… আমি দ্বিতীয় পা ডোবালাম। ততক্ষণে অন্য নদী কোথাও একটি মানুষ ¶ এক ¶ কোথাও একটি গাছ। সবুজ পাতার ফাঁকে অতিথি পাখি ধরেছে। পেকে পেকে ঝরতেছে আকাশের দিকে। বিনিময় নিযুত-লক্ষ মাইল দূর হতে আলো এসে, হাতের তালুতে এসে, ভেঙেচুড়ে ছড়িয়ে গেল। কোথাও একটি গাছ খুঁটে খুঁটে খেয়ে নেয় আলো। মাথার উপর
...
Published on July 17, 2020 08:49