আমিরি বারাকা (১৯৩৪-২০১৪) ইমামু আমিরি বারাকা। নামটি নিজের দেয়া। তার আগে লি’রয় জোনস নামে পরিচিত ছিলেন। আফ্রিকান কবিদের মধ্যে তাঁকে বলা হয় সেরাদের সেরা একজন। যদিও আফ্রিকায় বাস করেননি। জন্মগ্রহণ করেছিলেন আমেরিকাতে, ১৯৩৪ সালের ৭ অক্টোবর, নিউ জার্সি। সেখান থেকেই একজন স্বনামখ্যাত আফ্রো-আমেরিকান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ছিলেন কবি, নাট্যকার, ফিকশন রচয়িতা, প্রবন্ধ এবং সঙ্গীত সমালোচক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন রসিক, জীবনঘনিষ্ঠ, বিপ্লবী, মার্কসিস্ট। লেখনীতে ছিল বর্ণবাদের বিরুদ্ধে চিরকালীন বিপ্লব। নিজের
...
Published on July 19, 2020 05:59