জেমস জয়েস-এর গল্প • ইভলিন

জেমস জয়েস (২ ফেব্রুয়ারী, ১৮৮২-১৩ জানুয়ারি, ১৯৪১) আইরিশ ঔপন্যাসিক, ছোটগল্পকার ও কবি। খ্যাতির শীর্ষে ওঠেন ইউলিসিস (১৯২২) বইটির মাধ্যমে। তিনি ইংরেজি সাহিত্যের সর্বকালের সেরা লেখকদের একজন। এবং তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘দ্যা ডাবলিনার্স’-কে বলা হয় ‘ওয়ান অব দ্য ফাইনেস্ট শর্ট স্টরি কালেকশন এভার’, যার চতুর্থ গল্প ‘ইভলিন’ বাংলায় রূপান্তর করা হলো। ইভলিন ইভলিন, জানালার পাশে বসে তাকিয়ে থাকে সন্ধ্যা নেমে আসা পথের দিকে। মাথাটা হেলান দিয়ে আছে জানালায় পর্দায়। ময়লা সুতি ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2020 02:30
No comments have been added yet.