শিশিরফোঁটায় হীরক জ্বলে • কবির কল্লোল

কাব্যগ্রন্থ পর্যালোচনা । ১। তৃতীয় বিশ্বের অর্ধাহারে থাকা মানুষগুলোর অধিকাংশেরই কোনো জন্মদিন নেই… শুধু জন্ম ও মৃত্যুর মাঝখানে থাকে একবেলা দুইমুঠো নির্বাক বেঁচে থাকাথাকি! কী নাম? পদবী? রাজনৈতিক পরিচয়? হিন্দু? নাকি মুসলমান? ‘আমি…আমি ক্ষুধার্ত!’ ক্ষুধা সহজ শব্দ, সাবলীল বাক্যগঠণ অথচ কী বিশাল মর্মার্থ! ‘আমি…আমি ক্ষুধার্ত!’— ঠোঁট থেকে মস্তিষ্ক হয়ে মুহূর্তেই বিবেকে গিয়ে আটকে যায়। কবিতাটি যেখানে “তৃতীয় বিশ্বের” শব্দদ্বয়ের আশ্রয়ে শুরু হল— সেখানে আশার আলোটুকু যদি কেউ দেখতে পান, তবে ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2020 02:59
No comments have been added yet.