সাহিত্য ক্যাফে-তে প্রকাশিত একগুচ্ছ কবিতা

সাহিত্য ক্যাফে-তে প্রকাশিত একগুচ্ছ কবিতা প্রতিভা একটা লম্বা চুল সারাদিন ঘুরেফিরে যুবকের মেরুন জামায়। আপাতত এইটুকু সুখ, আর ভাবনার দু’একটা হৈচৈ—মাথার ভেতর। বাইরে দীর্ঘ শীত। চুমুর অভাবে তার ঠোঁট ফেটে যায়। সারাদিন ঘুরেফিরে তাই, যুবকটি অনুসরণ করে—একটি লম্বা চুল; দেখে নেয় চুপিচুপি—সে চুলের বাকিটা মানুষ, ঠোঁট, চুমু আর অন্যান্য মেয়েটি—মূলত সে স্বপ্নদৃশ্য কারো। একটি পলকের নিচে ঠিক যতটুকু পুষে রাখা ঘুম, যুবকের ততটুকু ঘুমের প্রতিভা না ফেরা ‘চা খেয়ে আসি’—বলে ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2020 06:48
No comments have been added yet.