ইসাবেল আয়েন্দে স্প্যানিশ ভাষার জীবিত লেখক-লেখিকাদের মাঝে তাকে বলা হয় সর্বাধিক পঠিত কথাসাহিত্যিক। জন্ম ১৯৪২ সনের ২রা আগস্ট, পেরুর লিমায়। ১৯৪৫-এ বাবা নিখোঁজ হয়ে গেলে মা ও ভাইবোনদের সাথে তিনি চলে আসেন চিলের সান্তিয়াগোতে। বেড়ে ওঠেন, লেখক হিসেবে খ্যাতি লাভ করেন চিলের নাগরিক হিসেবেই। ১৯৯৩ সনে পান আমেরিকান নাগরিকত্ব, সে হিসেবে তাকে ডাকা হচ্ছে চিলেয়ান-আমেরিকান। ম্যাজিক রিয়েলিজম ঘরানার কথাসাহিত্যে তিনি অন্যান্য বিখ্যাত লাতিন আমেরিকান লেখকদের মতোই উজ্জ্বল, এবং বর্তমানে সবচেয়ে
...
Published on July 14, 2020 02:15