দয রোড টু দয সি তাকাশি ইশিকাওয়া
একদিন এক বালক সমুদরের খোঁজে ঘর থেকে বেরিয়ে পড়ল।“যেভাবেই হোক, আমাকে সমুদর দেখতেই হবে!” বালকটি মনে মনে পরতিজঞা করলো। সে আগে কখনো সমুদর দেখেনি। আর সে এতটাই একগুঁয়ে ছিল যে, কোনোকিছুই তাকে তার লকষয থেকে টলাতে পারবে না। একঝাঁক তীর এসেও যদি তাকে আঘাত করে, তবুও সে তার উদদেশযের পথে চলতে থাকবে। তাই সে বাবা-মা কে না জানিয়ে একদিন ঘর থেকে বেরিয়ে পড়ল। সমুদর কোনদিকে? বালকের সেটা জানা ছিল না। তা সততবেও সে একদিক বেছে নিয়ে সোজা হাঁটা শুরু করলো। একসময় না একসময় সমুদর সামনে এসে পড়বে...
Published on June 28, 2019 14:03