The Road To The Sea by Takashi Ishikawa





দয রোড টু দয সি তাকাশি ইশিকাওয়া
একদিন এক বালক সমুদরের খোঁজে ঘর থেকে বেরিয়ে পড়ল।“যেভাবেই হোক, আমাকে সমুদর দেখতেই হবে!” বালকটি মনে মনে পরতিজঞা করলো। সে আগে কখনো সমুদর দেখেনি। আর সে এতটাই একগুঁয়ে ছিল যে, কোনোকিছুই তাকে তার লকষয থেকে টলাতে পারবে না। একঝাঁক তীর এসেও যদি তাকে আঘাত করে, তবুও সে তার উদদেশযের পথে চলতে থাকবে। তাই সে বাবা-মা কে না জানিয়ে একদিন ঘর থেকে বেরিয়ে পড়ল। সমুদর কোনদিকে? বালকের সেটা জানা ছিল না। তা সততবেও সে একদিক বেছে নিয়ে সোজা হাঁটা শুরু করলো। একসময় না একসময় সমুদর সামনে এসে পড়বে...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2019 14:03
No comments have been added yet.