নাম নেই এখনো আপাতত

ভূমিকাঃ


" সবার আগে মারা যাবে সিফ জাতি।......আর তাদের মৃতযুর কারণ হবে......... " এটুকু বলে কাশতে শুরু করলেন ডাককার সেরা ডাইনি ও ভবিষযৎ গননাকারি ইভা ওরফে ডাইনি ইভা। পুরো ডাককাতে তার মত জাদুবিদযায় পারদরশী কেউ নেই। আর ভবিষযৎ গণনায়? সেটা যে কত ভাল, তা ভালমতই বোঝা যায় তার দোকানে সবসময় বযবসায়ি, জমিদার, এমনকি রাজপরাসাদের চরদের আনাগোনা দেখলেই। 
বিকট শবদ করে কিছুকষন কাশার পর সথির হলেন ডাইনি ইভা। আচমকা পাশে রাখা ওয়াইনের বোতলটা হাতে নিয়ে গলায় ঢালা শুরু করলেন। ঢকঢক করে কিছুকষন গেলার পর হাডডিসার বা...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2019 09:39
No comments have been added yet.