আকাশ অংশত মেঘলা থাকবে Quotes
আকাশ অংশত মেঘলা থাকবে
by
Bhaskar Chakraborty9 ratings, 3.44 average rating, 3 reviews
আকাশ অংশত মেঘলা থাকবে Quotes
Showing 1-3 of 3
“এসেছি জোয়ারজলে ভেসে
ভাটায় আবার ফিরে যাবো
শুধু মধ্যে বোবা হয়ে দেখি :
প্রতিশ্রুতি নিয়ে যুগ আসে
প্রতিশ্রুতি ভেঙে চলে যায়।”
― আকাশ অংশত মেঘলা থাকবে
ভাটায় আবার ফিরে যাবো
শুধু মধ্যে বোবা হয়ে দেখি :
প্রতিশ্রুতি নিয়ে যুগ আসে
প্রতিশ্রুতি ভেঙে চলে যায়।”
― আকাশ অংশত মেঘলা থাকবে
“আমি রাস্তায় বেরোই আর শুনি অবসাদ আর দুশ্চিন্তার চেঁচামেচি
আমি রাস্তায় বেরোই আর দেখি নিঃসঙ্গতার ফাঁস
হালকা হাওয়ার পিঠে চেপে এসো এবার নম্র কাঠবিড়ালী,
এসো, এবার গান ধরো চড়ুই
পাশ ফিরে শুলে, কী আশ্চর্য, চিন্তাগুলোও পাশ ফেরে
জ্যোৎস্নার ভেতর দিয়ে দেখা যায় আততায়ীর পা!”
― আকাশ অংশত মেঘলা থাকবে
আমি রাস্তায় বেরোই আর দেখি নিঃসঙ্গতার ফাঁস
হালকা হাওয়ার পিঠে চেপে এসো এবার নম্র কাঠবিড়ালী,
এসো, এবার গান ধরো চড়ুই
পাশ ফিরে শুলে, কী আশ্চর্য, চিন্তাগুলোও পাশ ফেরে
জ্যোৎস্নার ভেতর দিয়ে দেখা যায় আততায়ীর পা!”
― আকাশ অংশত মেঘলা থাকবে
“রাত্রিবেলা চৈত্রের আকাশ আজ কিছু কথা বলতে চাইছে।
বাংলা কবিতার মতো নির্জনতা ছুঁয়ে
এখন দাঁড়িয়ে আছি—জানালায়—এখন চোখের জল নেই।
আমার চোখের জল নিজেই দালাল হয়ে বিক্রী করেছি।”
― আকাশ অংশত মেঘলা থাকবে
বাংলা কবিতার মতো নির্জনতা ছুঁয়ে
এখন দাঁড়িয়ে আছি—জানালায়—এখন চোখের জল নেই।
আমার চোখের জল নিজেই দালাল হয়ে বিক্রী করেছি।”
― আকাশ অংশত মেঘলা থাকবে
