Bhaskar Chakraborty
Born
Kolkata, India
Genre
![]() |
শয়নযান
3 editions
—
published
1998
—
|
|
![]() |
ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
—
published
1999
|
|
![]() |
শীতকাল কবে আসবে সুপর্ণা
—
published
1971
|
|
![]() |
কবিতা সমগ্র : প্রথম খণ্ড
2 editions
—
published
2007
—
|
|
![]() |
গদ্য সমগ্র
—
published
2013
|
|
![]() |
কবিতা সংগ্রহ- ১,২
—
published
2007
|
|
![]() |
কবিতা সমগ্র দ্বিতীয় খণ্ড
|
|
![]() |
আকাশ অংশত মেঘলা থাকবে
2 editions
—
published
1989
—
|
|
![]() |
এসো, সুসংবাদ এসো
—
published
1981
|
|
![]() |
দেবতার সঙ্গে
—
published
1986
|
|
“এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে দু-দণ্ড বসতে ইচ্ছে করে ।
আমার তৃতীয় চোখ হারিয়ে গিয়েছে ।
সিঁড়ি দিয়ে যে উঠে আসছে আজ আমি তার মুখও দেখিনি ।
তোমাকে দু:খিত করা আমার জীবনধর্ম নয়
চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, নাহলে তো, আরেকটু থাকতাম ।”
― ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
আমার তৃতীয় চোখ হারিয়ে গিয়েছে ।
সিঁড়ি দিয়ে যে উঠে আসছে আজ আমি তার মুখও দেখিনি ।
তোমাকে দু:খিত করা আমার জীবনধর্ম নয়
চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, নাহলে তো, আরেকটু থাকতাম ।”
― ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
“প্রতি সন্ধ্যায়
কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
ঢুকিয়ে দেয় আমার শরীরে- আমি চুপ করে বসে থাকি- অন্ধকারে
নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
হৈ-হল্লা- তারপর হঠাৎ
সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে- উৎসবের দিন
হাওয়ার মত ছুঁটে যায়, বাঁশির শব্দ
আর কানে আসে না- তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার
মনে হয়- জলের ভেতর- শরীর ডুবিয়ে
মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ- ভালো লাগে না সুপর্ণা, আমি
মানুষের মত না, আলো না, স্বপ্ন না- পায়ের পাতা
আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ- ঘোড়ার খুরের শব্দ শুনলেই
বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা
আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন- আমার ভালো লাগে না- শীতকাল
কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব”
― ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত
ঢুকিয়ে দেয় আমার শরীরে- আমি চুপ করে বসে থাকি- অন্ধকারে
নীল ফানুস উড়িয়ে দেয় কারা, সারারাত বাজি পোড়ায়
হৈ-হল্লা- তারপর হঠাৎ
সব মোমবাতি ভোজবাজীর মত নিবে যায় একসঙ্গে- উৎসবের দিন
হাওয়ার মত ছুঁটে যায়, বাঁশির শব্দ
আর কানে আসে না- তখন জল দেখলেই লাফ দিতে ইচ্ছে করে আমার
মনে হয়- জলের ভেতর- শরীর ডুবিয়ে
মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ- ভালো লাগে না সুপর্ণা, আমি
মানুষের মত না, আলো না, স্বপ্ন না- পায়ের পাতা
আমার চওড়া হয়ে আসছে ক্রমশঃ- ঘোড়ার খুরের শব্দ শুনলেই
বুক কাঁপে, তড়বড়ে নিঃশ্বাস ফেলি, ঘড়ির কাঁটা
আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন- আমার ভালো লাগে না- শীতকাল
কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব”
― ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা
Is this you? Let us know. If not, help out and invite Bhaskar to Goodreads.