কোথাও কোনো ক্রন্দন নেই Quotes

Rate this book
Clear rating
কোথাও কোনো ক্রন্দন নেই কোথাও কোনো ক্রন্দন নেই by Shahid Qadri
24 ratings, 3.79 average rating, 6 reviews
কোথাও কোনো ক্রন্দন নেই Quotes Showing 1-6 of 6
“পাথর তোমার ভেতরেও উদ্বৃত্ত
রয়েছে আর এক নৃত্য”
Shahid Qadri, কোথাও কোনো ক্রন্দন নেই
“পুকুর পাড়ে ঝোপের ওপর আলোর হেলাফেলা
এই এলো আশ্বিন,
আমার শূন্য হলো দিন
কেন শূন্য হলো দিন?”
Shahid Qadri, কোথাও কোনো ক্রন্দন নেই
“আমার ঘর রেকর্ড-প্লেয়ারহীন বটে, কিন্তু আমার অস্তিত্ব
গানশূন্য নয়; কেবল লতায় আর গুল্মে-ঠাসা
এ এ্যাকুরিয়ামে মাছ নেই—এ-ও সত্য নয় পুরোপুরি—
আমাদের ভালোবাসার প্রাক্তন প্রহরগুলো আমার কামরার জলে
লাল, নীল, সোনালি মাছের মতো লেজ তুলে ঘুরছে, প্রিয়তমা।
এবং এ-ও সঙ্গীত!”
Shahid Qadri, কোথাও কোনো ক্রন্দন নেই
“এসো, আমরা দু'জন একসঙ্গে ঝাঁপ দিয়ে পড়ি
কোনো এক গ্রীষ্মের জোনাক-জ্বলা রাত্রে, চমৎকার হাওয়ায়!
কিন্তু তার আগে এই সভ্যতার সকল ধীমান প্রতিনিধিবৃন্দ যদি
হঠাৎ বাষ্পের মতো উবে যান তবেই গোলাপ, টিয়ে
এবং তাদের আত্মীয়স্বজন ঢের বেশি উপকার পাবে!”
Shahid Qadri, কোথাও কোনো ক্রন্দন নেই
“যুদ্ধ তো বারবার কবিতার পালাবদল ঘটায়—বাস্তব বিপজ্জনক
হ'লে পরাবাস্তবের উৎসবও শুরু হ'য়ে যেতে পারে,
সহজেই এরকম হয়, হ'য়ে থাকে”
Shahid Qadri, কোথাও কোনো ক্রন্দন নেই
“যারা গাঁও-গেরামের মানুষ
তারা তো আমার মতো পাৎলুনের পকেটে হাত রেখে
অহঙ্কারের ভেতর হতশ্রী-হতচ্ছাড়া নয়। তাদের
সোনালি খড়ের ভিটে আছে, গভীর কুয়োতলা আছে
খররৌদ্রে জিরোনোর জন্যে পাথর এবং চত্বর আছে। বটচ্ছায়া?
সে তো আছেই, বদ্যিবুড়োর মতো আদ্যিকাল থেকে,
আর তাছাড়া সরপুঁটি, মৌরলা, ধপধপে চিতল—
এরা তো গ্রামেরই মানুষ।”
Shahid Qadri, কোথাও কোনো ক্রন্দন নেই