What do you think?
Rate this book


95 pages, Hardcover
First published January 1, 1978
‘যারা গাঁও-গেরামের মানুষ
তারা তো আমার মতো পাৎলুনের পকেটে হাত রেখে
অহঙ্কারের ভেতর হতশ্রী-হতচ্ছাড়া নয়। তাদের
সোনালি খড়ের ভিটে আছে, গভীর কুয়োতলা আছে
খররৌদ্রে জিরোনোর জন্যে পাথর এবং চত্বর আছে। বটচ্ছায়া?
সে তো আছেই, বদ্যিবুড়োর মতো আদ্যিকাল থেকে,
আর তাছাড়া সরপুঁটি, মৌরলা, ধপধপে চিতল—
এরা তো গ্রামেরই মানুষ।’— এবার আমি
‘যুদ্ধ তো বারবার কবিতার পালাবদল ঘটায়—বাস্তব বিপজ্জনক
হ’লে পরাবাস্তবের উৎসবও শুরু হ’য়ে যেতে পারে,
সহজেই এরকম হয়, হ’য়ে থাকে’—কোনো কোনো সকালবেলায়
‘আমার ঘর রেকর্ড-প্লেয়ারহীন বটে, কিন্তু আমার অস্তিত্ব
গানশূন্য নয়; কেবল লতায় আর গুল্মে-ঠাসা
এ এ্যাকুরিয়ামে মাছ নেই—এ-ও সত্য নয় পুরোপুরি—
আমাদের ভালোবাসার প্রাক্তন প্রহরগুলো আমার কামরার জলে
লাল, নীল, সোনালি মাছের মতো লেজ তুলে ঘুরছে, প্রিয়তমা।
এবং এ-ও সঙ্গীত!’—এ-ও সঙ্গীত