ছেলেবেলার দিনগুলি Quotes

Rate this book
Clear rating
ছেলেবেলার দিনগুলি ছেলেবেলার দিনগুলি by পুণ্যলতা চক্রবর্তী
39 ratings, 4.64 average rating, 9 reviews
ছেলেবেলার দিনগুলি Quotes Showing 1-6 of 6
“এখন সকলে কাচের নলের মধ্যে রাখা বীজ থেকে বসন্তের টিকা নেয়, আমরা ছোটবেলায় টিকা নিয়েছিলাম নির্ভেজাল “গাে-বীজ” বসন্ত থেকে। রােগওয়ালা একটা বাছুরকে কোলে করে এনে তার গায়ের গুটি থেকে পূঁজ নিয়ে টিকা দিয়ে দিত।”
Punyolata Chakraborty, ছেলেবেলার দিনগুলি
“যাত্রা মাঝে মাঝে শিকল ছিঁড়ে পালাত, তখন হুলুস্থুল পড়ে যেত। একদল লোকে তাকে ধরতে ছুটত। লােকজন আসছে দেখলেই সে আড়ালে গিয়ে লুকাত কিন্তু ছেঁড়া শিকলের ঝন্‌ঝনানিতে লােকে বুঝে ফেলত সে কোন দিকে যাচ্ছে। একদিন সন্ধ্যাবেলায় কেউ তাকে খুঁজে পাচ্ছে না, শিকলের শব্দও পাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখে একটা উঁচু ঘরের পিছনে যাত্রা চুপ করে দাড়িয়ে আছে আর ছেঁড়া শিকলের ডগাটা সাবধানে শুঁড় দিয়ে তুলে ধরেছে যাতে শব্দ না হয়। সেও বেশ বুঝে নিয়েছে যে, এই শিকলটাই যত নষ্টের গোড়া।”
Punyolata Chakraborty, ছেলেবেলার দিনগুলি
“নদীর ঢালু পাড়ে মাটির মধ্যে ছোট ছোট গােল গােল গর্ত, তার মুখের কাছে অনেক মাছের কাঁটা বসানো— শুনলাম ওগুলাে নাকি মাছরাঙা পাখির বাসা। ইঁদুর প্রভৃতি যাতে ঢুকতে না পারে, তাই মাছরাঙা পাখি মাছ খেয়ে তার কাঁটাগুলাে দিয়ে গর্তের মুখে ‘কাঁটা তারের বেড়া' বানিয়ে দেয়।”
Punyolata Chakraborty, ছেলেবেলার দিনগুলি
“একদিন রাত্রে একটা বিকট গর্জন শুনে আমরা ভয় পেয়ে গেলাম। মা বললেন, ওটা হাতির ডাক। অনেক দূরে, সুসঙ্গের পাহাড়ের জঙ্গলে হাতি ধরে এখানে পবনখালির বাজারে বিক্রী করতে আনে, সেই হাতি ডাকছে। একদিন একটা ছানা-হাতিকে বিক্রী করবার আশায় আমাদের বাড়িতে নিয়ে এল। দিব্যি মােটাসােটা বাচ্চা, দেখলেই আদর করতে ইচ্ছা হয়। কিন্তু তার গায়ে কি জোর ! সঙ্গের লােকেরা কিছুতেই তাকে ভিতরে আনতে পারল না, শেষে দুটো হাতি তাকে টেনে নিয়ে এল। এসেই সে রাগে ফেঁসে করতে লাগল আর শুঁড়ে করে উঠোনের ধুলাে তুলে সকলের গায়ে ছিটিয়ে দিল। ঐটুকু বাচ্চার রাগ দেখে সকলেই হাসতে লাগল।”
Punyolata Chakraborty, ছেলেবেলার দিনগুলি
“একবার আমরা তিনজনে টবে ফুলগাছ লাগালাম। দিদি আর সুরমামাসীর গাছে কি সুন্দর নীল রঙ্গের ফুল ফুটল, আর আমার গাছে সাদা কুঁড়ি ধরল দেখে আমার ভারি দুঃখ হল। পরদিন সকালে উঠে দেখি, আমার গাছে ওদের চেয়েও সুন্দর নানা রঙ্গের ফুল ফুটেছে। আমার তত আনন্দ ধরে না। অনেকক্ষণ পরে মেজেতে রঙ্গের ছিটা দেখে লক্ষ্য করে বুঝতে পারলাম যে, ওগুলাে আসলে রঙ্গীন ফুল নয়, কোন ভােরে উঠে দাদা রং তুলি নিয়ে আমার সাদা ফুলগুলােকে রঙ্গিয়ে দিয়ে গিয়েছে।”
Punyolata Chakraborty, ছেলেবেলার দিনগুলি
“টুনীর পরে আমাদের একটি বােন জন্মিয়ে অল্প পরেই মারা যায়। “ছােট্ট বােনটি এসেই আবার চলে গেল কেন?” আমরা নিজেদের মধ্যে পরামর্শ করে স্থির করলাম, “আমরা তত একটি করে বােন একটি করে ভাই, টুনীর পরে তাহলে এবার ভাই আসবার পালা
“ভগবান নিশ্চয় ভুল করে ভাইয়ের বদলে বােন পাঠিয়ে ছিলেন, তাই তাড়াতাড়ি ফিরিয়ে নিলেন।” কিছুকাল পরে যখন ছােটভাই নানকুর জন্ম হল, তখন আমরা খুশী আর নিশ্চিন্ত হলাম যে, এবারে আর ভগবানের হিসাবে ভুল হয়নি।”
Punyolata Chakraborty, ছেলেবেলার দিনগুলি