একা এবং কয়েকজন Quotes
একা এবং কয়েকজন
by
Sunil Gangopadhyay518 ratings, 4.10 average rating, 36 reviews
একা এবং কয়েকজন Quotes
Showing 1-2 of 2
“ন্যায়-অন্যায়ের যে সূক্ষ্ম সীমারেখা রয়েছে, সেটাও কী রকম হঠাৎ হঠাৎ বদলে যায়। পরিস্থিতি অনুযায়ী নতুন যুক্তি খাড়া করতে একটুও দেরি হয় না। একটু দূর থেকে, নির্লিপ্ত দর্শক হিসাবে লক্ষ করলে বোঝা যায়, মানুষের তৈরি করা নিয়মনীতি, বিবেক, আদর্শ- এগুলো শিশুর অযৌক্তিকতা থেকে বেশি দূরে নয়। এমনকী সত্যও এক ও অবিচল হতে পারে না।”
― একা এবং কয়েকজন
― একা এবং কয়েকজন
“এই দেহ নিয়ে জন্মাবার প্রায় সঙ্গে সঙ্গেই, মোমবাতির ওপরে শিখাটুকুর মতন, মানুষের জীবনের সঙ্গে জুড়ে থাকে আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার অলৌকিক চোখ দিয়ে দুর্দান্ত অবাধ্য বালকের মতো সে ঘুরিয়ে ফিরিয়ে দেখে চারদিক, সে আরও কিছু চায়। জীবন যেখানে থেমে আছে, তা ছাড়াও আরও কিছু। কী সেটা? যশ, অর্থ, ভোগ বা ভালোবাসাও শেষ কথা নয়।”
― একা এবং কয়েকজন
― একা এবং কয়েকজন
