"জীবনকে দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা, বৃহত্তর জীবনের অংশীদার হবার ইচ্ছে, এইসবই যেমন অন্যান্য শিল্পমাধ্যম শিল্পকর্মীকে কারিগরের পর্যায় থেকে শিল্পীর পর্যায়ে উন্নীত করে, অভিনেতার ক্ষেত্রেও তাই। অভিনেতার কল্পনা, মনন। সৌন্দর্যবোধ - এইসব দিয়েই তো জীবনকে প্রকাশ করেন সার্থক অভিনেতা। তাঁর কাছে সিনেমা আর থিয়েটারে এই মৌকিক শর্তগুলোর কোনোও তফাৎ হয় না।"
— Jul 13, 2021 01:08PM
Add a comment