ঐ দূরে বাগানে কার বেহালা কেঁদে কেঁদে চলছে, ডাক আসে। গোপন বাগান থেকে ডাক আসে, সেখানে বেজে ওঠে অচেনা করুণ সুর, ঝড়া পাতারা দুমরে-মুচড়ে যায়, চাঁদ নেই বলে নদীও রূপালী আয়না হয়ে ওঠে না। গোপন বাগান বেহালার ছড়া হৃদয়ে অস্ত্রোপচার চালায়, বাগানে চলে মুগ্ধতা আর বিভ্রমের সহবাস, নেই রাগমোচনের ক্লান্তি, মায়ারা সেখানে ছলনা করে না।
Continue reading গোপন বাগানের ডাক →
Published on October 07, 2014 10:02