বাঁশিতে “বড়ো আশা করে এসেছি গো”

মাস্টার্স শেষ, থিসিস শেষ, রেজাল্টের জন্য বসে আছি, তিন মাস হয়ে গেলো এরপর, রেজাল্ট দিবে দিবে করেও দিচ্ছে না। এদিকে অনেকগুলো সার্কুলার ফসকে গেল। অন্যদিকে কিছুই ঠিক মতো গোছাতে পারছিনা, জিআরইর প্রস্তুতি নেয়া দরকার, কিন্তু পড়াশুনা একেবারে শিকোয়, লেখালেখিও হচ্ছে না; সাপ্তাহিক একটা পরিকল্পনা করি, তারো কোন বাস্তবায়ন হয় না তেমন একটা। সবমিলিয়ে খুব খারাপ Continue reading বাঁশিতে “বড়ো আশা করে এসেছি গো” →
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2014 09:40
No comments have been added yet.