মাই ডিয়ার কাপুস..

কতগুলো পর্যায়ের পর ভেতরের সমস্ত কনফ্লিক্টকে এড়াতে কিছু কথা নিজেকে শোনাই, “লেট এভ্রিথিং হ্যাপেন টু ইউ, বিউটি এন্ড টেরর। যাস্ট কিপ গোয়িং। নো ফিলিং ইজ ফাইনাল।” কথাগুলো ধার করা অন্তর্মুখী ব্যাক্তিত্বের চিন্তাশীল লেখক রাইনার মারিয়া রিলকে এর কাছ থেকে। তার পরিচিতির শেকড় অনেকটা কবিতার দিকেই। উল্লেখযোগ্য জার্মান লিরিক পোয়েটদের মধ্যে অন্যতম একজন তিনি। প্রকৃতির যাবতীয় বিষয়বস্তুর প্রতি তার সাড়া দেওয়া অনেকটা স্বতঃস্ফূর্ত এবং প্রাঞ্জল। তদারকি করেছেন মানুষের অন্তর্নিহিত অভিজ্ঞতা, বেঁচে থাকার উদ্দেশ্য।

Rainer Maria Rilke

এবার আসি “লেটারস টু আ ইয়ং পোয়েট” বইয়ের প্রসঙ্গে। তরুণ কবি ফ্রান্স জাভার কাপুস, পরামর্শ এবং প্রতিক্রিয়া চাইতেন সৃষ্টিশীলতা সম্পর্কে, শরণাপন্ন হয়েছিলেন রিল্কের। তার পরামর্শ, মতামত, আদর্শ, সৃষ্টিশীলতা সম্বলিত বার্তা যা কিনা কয়েক বছরের স্বতঃস্ফূর্ত বন্দোবস্তে পরিণত হয়েছে গোটা একটা বইয়ে।

পৃথিবীর প্রতিটি সৃষ্টি একাকীত্বের নিভৃতে বেড়ে ওঠে। বেড়ে ওঠে স্যাডনেসেস, ডিজায়ারস, পাসিং থটস এর উপলব্ধিতে। কখনো জমাট বাঁধে, কারো কারো জমাট বাঁধতে বাঁধতে পরিনত হয় ক্ষততে। একটুকরো বরফ যেন তখন পোয়েট্রি। সব ক্ষত মেরামতের ওষুধ। পোয়েট্রি ছাড়াও অন্যান্য সকল সৃষ্টি আসলে কেমন হওয়া উচিৎ এবং সৃষ্টিশীল ব্যাক্তি কখন তার সৃষ্টির স্বার্থকতা উপলব্ধি করবে এ প্রশ্নের মুখে পড়লে বরাবরই মনে রাখা উচিৎ, যখন এ পৃথিবীতে নতুন কিছুর উদ্ভাবন করা হবে, নতুন কিছু সৃষ্টি করা হবে সে সৃষ্টির প্রকাশ বাস্তবিক জগতেও প্রায়োগিক হতে হবে, সক্রিয় হতে হবে। সে কথাই যেন বলতে চেয়েছেন লেখক।

আবার প্রতিদিনকার জীবনেও সৃষ্টির বিষয়বস্তুর ঘাটতি যদি উপলব্ধি হয় প্রশ্ন রেখা দাঁড় করাতে হয়, এ বিষয়ের জন্য প্রস্তুত কিংবা যথেষ্ট কি আপনি? কারণ যেখানে বদ্ধ কারাগারে চারপাশে তাকালে শুধু দেওয়ালের ভিত চোখে পড়ে, যেখানে বাইরের কোলাহল প্রবেশের পথ সংরক্ষিত সেখানেও নিমগ্ন হওয়া যায় স্মৃতি রোমন্থনে। প্রাচুর্যে ভরপুর অভিজ্ঞতায়।

হতেও পারে হঠাৎ করেই আপনি হয়ে উঠলেন একজন উঠতি কবি। যথেষ্ট চর্চা ছাড়াই, শুধুমাত্র নিজেকে অন্বেষণ এর মাধ্যমে এবং পারিপার্শ্বিক সবকিছুর জোরজবরদস্তিতে। এবং আস্তে আস্তে কতগুলো পর্যায়ের পর ভেতরের সমস্ত কনফ্লিক্টকে এড়াতে আপনিও আমার মত নিজেকে শোনালেন, “লেট এভ্রিথিং হ্যাপেন টু ইউ, বিউটি এন্ড টেরর। যাস্ট কিপ গোয়িং। নো ফিলিং ইজ ফাইনাল।”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2024 23:18
No comments have been added yet.


Shoroli Shilon's Blog

Shoroli Shilon
Shoroli Shilon isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Shoroli Shilon's blog with rss.