অনুর্বর ভূমিতে জন্মালো মৃত গাছের এক শরীর। ঘড়িরা গলে গলে পড়ছে। কখনো সে মৃত গাছে, কখনো মাটিতে, কখনো বা অনুমেয় কোনো শরীরের গায়ে। দৃষ্টি আরো সূক্ষ্ম করলে দেখা যায় সময় কখনো আবার গলে পড়ছে না পিপড়ের দলের পাহারাকে ভেদ করে।
The Persistence of Memoryবিস্মৃতির অতীতের দেওয়াল টপকে এক ভয়াল উপস্থিত গুদামঘরে প্রবেশের পথ এ দাঁড়ালে দূর থেকে দেখা যায় সম্মোহনী ভবিষ্যতে লেপ্টে থাকে ধুলোর প্রলেপ। কেউ দৌড়ে গিয়ে সে ধুলোয় গা মাখায় আগে ভাগে। কথায় আছে,
“উই নিড ম্যামরি টু অ্যাওয়ার অব টাইম
উই নিড টাইম টু হ্যাভ মেমরিস”
তা সত্ত্বেও কেউ কেবলই অনুমেয় সেই শরীরের মালিক যে গভীর তন্দ্রাঘোরে স্বপ্নের বিভিন্ন স্তরে নিজস্ব মুদ্রাদোষে দূষিত হয়ে দোষ দিতে থাকে সময়ের। অথচ সময় তার আপেক্ষিকতায় লাগামহীনভাবে সূত্র মেলায়..
ওদিকে তন্দ্রা ভেঙে উঠে দেখে স্বপ্ন সে এক পিচ্ছিল বস্তু, মাঝ সমুদ্রে ভাসতে থাকা সামান্য এক ডিঙি নৌকা। যে নৌকায় চড়ে বসলে সময় এবং স্মৃতির ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব নয়।
Published on March 09, 2024 09:40