শুভ জন্মদিন
(রাঙা আম্মু)
– পারভেজ হুসেন তালুকদার
গোলাপের মত করে
হোক জীবন
সুপথের পথচারী
হতে হোক পণ।
শ্রদ্ধার ফুল করি
নিবেদন আজ
তুমি যে নতুন ভোর
নাতো কোনো সাঁঝ।
শুভ-দিনে শুভেচ্ছা
প্রাণ থেকে নিও
সুন্দরে জীবনটা
তুমি পাড়ি দিও।
The post শুভ জন্মদিন (রাঙা আম্মু) appeared first on Parvej Husen Talukder.
Published on December 12, 2023 08:34