বিজয় মানে
পারভেজ হুসেন তালুকদার
বিজয় মানে রক্ত ঝরা একাত্তরের গান
বুলেট বোমার বজ্রধ্বনি আর্তনাদের তান
বিজয় মানে গ্রামের পরে গ্রাম পোড়ানো ছাই
মা হারালো কোলের ছেলে বোন হারালো ভাই
বিজয় মানে সে সব স্মৃতি ঝরলো লাখো প্রাণ
বিজয় মানে স্বাধীনতা রত্ন ফুলের ঘ্রাণ।
The post বিজয় মানে appeared first on Parvej Husen Talukder.
Published on December 16, 2023 05:44