বন্ধুর চিঠি: প্রিয় বন্ধু পারভেজ

প্রিয় বন্ধু পারভেজ
হৃদয়ের গভীর থেকে তোকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ভালোই আছো? আন্টি আঙ্কেল প্রতি আমার সালাম টা পৌঁছে দিও। অনেক দিন হলো চিঠি লেখা হয় না, ভাবলাম তোর সাথেও অনেক দিন ধরে দেখা হয় না মনের কোনে কেমন জানি একটা খুচখুচ করে উঠলো। তোকে ভিষণ ভাবে মনে পড়ছে সময়ের অভাবে তোর সাথে দেখা করতে পারি না। তাই আজ টেবিলে একটা ডায়েরি আর কলম হাতে নিয়ে বসে পড়লাম তোর জন্য চিঠি লিখতে। সকল বন্ধুদের মধ্যে তুই ছিলি আমার সবচেয়ে কাছের মানুষ প্রিয় বন্ধু, এখনো তুই আমার মনের গভীরে আছিস। তোর স্মৃতিগুলো কখনোই আমি ভুলতে পারবো না রে, তোর দেওয়া এমন ভালোবাসা আমি আর কখনোই পাবো না অন্য কারো থেকে, তোর মতো এমন বন্ধুও আমার জীবনেও বুঝি আর আসবে না। তোর মতো এমন বন্ধু পেয়ে আমি সত্যিই খুবই ভাগ্যবান রে, যাইহোক তোর দিনকাল কেমন যাচ্ছে রে? তোর চিঠির অপেক্ষায় রইলাম!! আর তুই আয় না একদিন আমার বাসায় বেড়াতে একসাথে বসে চা,বিস্কুট খাবো নি, আসলে কি জানিস তোর সাথে বসে চা খাওয়ার মজাটা না অনেক দিনের ইচ্ছে কিন্তু ওই যে সময়টা আর কারো মেলে না। সময়ের অভাবে অনেক দিনই দেখা হয়নি। প্রিয় অনেক কথাই বলে ফেললাম বন্ধু আজ এই পর্যন্তই তোকে নিয়ে লিখলে কলমের কালি ফুরিয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না তো ভালো থাকিস বন্ধু । তোর জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইল।
ইতি
তোমার পাগল বন্ধু
আমিনুল ইসলাম দুখু
চিঠি দিবসের শুভেচ্ছা রইলো বন্ধু
The post বন্ধুর চিঠি: প্রিয় বন্ধু পারভেজ appeared first on Parvej Husen Talukder.
Parvej Husen Talukder
- Parvej Husen Talukder's profile
- 8 followers

