তরুণ ছড়াকার পারভেজ হুসেন তালুকদার এর জন্মদিনে
ইমতিয়াজ সুলতান ইমরান
মেট্রিক পাশ করে ইন্টারে পড়ছে
খুব কম বয়সেই লেখালেখি করছে।
পরিচিত হয়ে ওঠে লেখালেখি সূত্রে
আংকেল ডাকে এই ছড়াকার পুত্রে।
নাম তার পারভেজ হাসি তার মিষ্টি
এই দিনে পৃথিবীতে মেলেছিল দৃষ্টি।
শুভদিনে স্নেহ দিয়ে বুকে টেনে নিচ্ছি
পারভেজ বড়ো হও, এই দোয়া দিচ্ছি।
[image error]ফ্রেমকৃত ছড়া
The post তরুণ ছড়াকার পারভেজ হুসেন তালুকদার এর জন্মদিনে appeared first on Parvej Husen Talukder.
Published on August 22, 2023 09:43