শূন্য থেকে মহাবিশ্ব

– কি রে কি খাচ্ছিস?
– কিছু-না।
– কিছু না মানে?! আমি দেখতে পাচ্ছি তুই খাচ্ছিস!
– হ্যাঁ, কিছু-নাই তো!
– ফাজলামোর একটা লিমিট থাকা উচিত!!
– আরে চেতিস ক্যান! এই যে দ্যাখ, প্যাকেটের গায়ে লিখা: কিছু-না!













মিটফোর্ডে পড়ার সময় বিকেলের নাস্তার জন্য মাঝেমধ্যে বিস্কুট টাইপের জিনিসপত্র হলে এনে রাখতাম। রসনাতৃপ্তি নামে একটা দোকান ছিল হলের কাছেই। একবার দেখি এক বন্ধুবর সেখান থেকে কি জানি এনে খাচ্ছে। আমি শুধালাম, কিরে শালা! কি খাচ্ছিস? সে উত্তর দেয়, ঘোড়ার ডিম! আমি ভাবলাম বদটা মনে হয় ফাজলামো করছে। পরে জানলা...

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2020 08:38
No comments have been added yet.