আমি ইসলাম ত্যাগ করি ২০১৫ সালের শেষদিকে। তখনই শেষবারের মতো নামায পড়েছিলাম। সেদিনের কথা আমার আজও মনে পড়ে। প্রায় নিয়মিত নামায পড়া এই আমি কেন জানি হঠাৎ নামায ছেড়ে দিলাম। নামায থেকে দূরে সরে যাওয়ার পর ইসলাম নিয়ে আমার সংশয় শুরু হলো। শুরুতে অল্পই ছিলো। কিন্তু সেই বিষবৃক্ষ বেড়ে মহীরুহ হয়ে উঠতে দেরি লাগে নি। আমি তখন ইউটিউবে ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিতর্ক দেখতে শুরু করি। এগুলো দেখে কেন জানি নাস্তিকদের দিকেই ঝুঁকে পড়তাম বেশি।
আমি ভাবতাম মুসলিমদের মনে কখনোই সংশয় আসতে পারে না। এই ভাবনা থেকে ন...
Published on August 02, 2020 20:11