অসাধারণ বইয়ের খোঁজে
"তারপর আবার আমাদের চিঠিযুগ ফিরে আসে। চিঠিযুগ ফিরে আসে অনবচ্ছিন্ন কুয়াশার মধ্য দিয়ে, চিঠিযুগ ফিরে আসে শিশিরভেজা পথের মধ্য দিয়ে।""দ্যাখো, মানুষের সত্যিকারের অনুভূতিগুলো কত অসহায়, মানুষের সত্যিকারের ভালোবাসাগুলো কত নির্জন।"
"এদিকে কুয়াশার মত ডাকঘরটা ততদিনে মিলিয়ে গেছে আর বসন্তের উজ্জ্বল আলোতে হলুদ হতে শুরু করেছে আমাদের সব বিলি না হওয়া চিঠি।"
উপরের উক্তিগুলো ইমতিয়ার শামীমের "আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক" এর।
ইমতিয়ার শামীম আমাদের দেশের সাহিত্য অঙ্গনে খুবই কম উচ্চারিত নাম। অথচ তার নাম বেশি উচ্চারণ হওয়ার কথা ছিল। তার বইয়ের কপি এডিশনের পরে এডিশন যাওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় তার বই প্রথম এডিশন যেতেই লাগে ১০-১৫ বছর। পাঠক হিসাবে এটা আমাদের ব্যর্থতা।
যার লেখাশুধু মুগ্ধতাই ছড়ায়। যার লেখা পড়ে তৃপ্তির একটা ঢেকুর তুলতে হয় ,তেমন একজন লেখক ইমতিয়ার শামীম।
তার সেরা কাজগুলোর মধ্যে একটা হচ্ছে "আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক"। এই অসাধারণ বইটা অনেকদিন ধরে আউট অফ প্রিন্ট ছিল। এই মেলাতে বইটা কথাপ্রকাশ থেকে বের হয়েছে। গায়ের দাম ২০০ টাকা।
বাংলা সাহিত্যকে টিকিয়ে রাখার জন্য ইমতিয়ার শামীমের মত লেখক টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। আপনারা আপনাদের ভাইয়া রাইটারদের বই অবশ্যই কিনবেন, সেইসাথে ইমতিয়ার শামীম সাহেবের বইটিও কিনুন। বিশ্বাস করুন একটি টাকাও বিফলে যাবে না।
বইটি এই মেলায় নতুন প্রকাশ হয়েছে। তাই স্টক বইয়ের অভাব নেই। কিনুন এই বইটি অবশ্যই কিনুন।
No comments have been added yet.


