ফানুসকথন

ঘুটঘুটে রাত। শহরে আসলে ঘুটঘুটে রাত অনুভব করা যায না। এদিক-সেদিকের নানান রঙবেরঙের আলোতে গহীন রাতের আমেজ মলান হযে যায। বাসার এদিকটা রাসতা থেকে বেশ ভিতরে। চারিপাশে গাছাগাছালি বেশ। দুধের সবাদ ঘোলে মেটানো যায আর কি। আসলাম সাহেব আজ কবিতা লিখবেন ভেবেছিলেন। জীবনের বযসততায বহু দিন কবিতা নিযে বসা হয না। উনার কবিতার একটা খাতা আছে। উপরে বড বড করে লেখা, “তোমার সাথে”। অবসর পেলে একটুআধটু কবিতা চরচা করেন। তবে সবসময তো আর আমেজ আসে না।

আজ মনসথির করেছিলেন দু-চার লাইন লিখবেন। তার আবার ফাউনটেন পেন দিযে কবিতা...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2019 06:44
No comments have been added yet.