ভাগানো ডট কম
১
আমার নাম? আমার নাম আনীশ? পেশা? মানে বলতে চাচ্ছেন রুটি রুজির জন্য কি করি? পেশা আমার ভাগানো। জি হ্যাঁ। ঠিকই শুনেছেন। ভাগানো। না... না...। ভাববেন না আমি গরু,ছাগল আর কুকুর তাড়িয়ে বেড়াই। কি বললেন? জি হ্যাঁ ঠিকই ধরেছেন। মেয়ে ভাগানোই আমার পেশা। অদ্ভুত লাগছে? আরে ভাই আজকাল সব কিছুই পেশা হিসেবে নেওয়া যায়। যে যত বেশী ইনোভেটিভ সে তত বেশী ব্যবসায়িকভাবে সফল। জোকার তো সেই কবেই বলে গিয়েছে "if you're good at something never do it for free"। তো আমি এই কাজে মানে মেয়ে ভাগানোতে এক্সপার্ট তাহলে ফ্রি তে কেন কাজ করবো?কি বললেন? বিনা চালানে লাখপতি হয়ে যাচ্ছি? ভুল মশাই ভুল। ফি আমি অত নেই না। নির্ভর করে মেয়েকে কোথা থেকে কি পরিস্থিতিতে ভাগাতে হয়। ধরুন যদি বিয়ে বাড়ি থেকে ভাগাতে হয় তাহলে ফি একটু বেশি।বুঝেনই তো ধরা খেলে মাইর একটাও মাটিতে পড়বে না। আবার যে মেয়ের ভাই এলাকার গুণ্ডা তার ক্ষেত্রেও ফি টা একটু বেশিই নেই। আরে ভাই আমি তো ম্যাঙ্গো পিপল। গুণ্ডা পান্ডার কাছে ধরা খেলে মেরে তক্তা বানিয়ে দিবে। রিস্ক অনেক। তাই ফি টাও......। আবার ধরেন মেয়ের বাবা যদি পুলিশ টুলিশ কিংবা রাজনীতিক হয় তাহলে ওই আরকি।তবে ভাই আমি কিন্তু ফেয়ার জাজমেন্ট করি। সাধারণ কেস হলে নামমাত্র ফি নেই। শুধু খরচপাতি বাদে নিজের জন্য অল্প কিছু নেই। একবার হল কি শুনুন। এক কাপল এল। ছেলে বেকার। মেয়ের বিয়ে ঠিক। দুজনে এমন ভেউ ভেউ করে কান্না শুরু করে দিল যে আমিও ওদের সাথে কান্না শুরু করে দিলাম। শুধু তাই না। বিনা ফি তে মেয়েটাকে বাসা থেকে ভাগিয়ে ছেলেটার সাথে বিয়ের ব্যবস্থা করে দিলাম। কি বললেন? কিভাবে এই লাইনে আসলাম? আসলে বুঝলেন সব নষ্টের গোঁড়া আমার বন্ধু শাকিল। বছর কয়েক আগের কথা। আমি তখন অনার্স পাস করে বেকার। চাকরির ধান্দায় জুতার তলা ক্ষয় করছি। সকাল বিকাল বাবা মায়ের "অলস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। অমুকের ছেলে অত টাকার বেতন পায় ।আর তুই? বসে বসে খাস। লজ্জা করে না?" এই টাইপ কথাবার্তা শুনতে শুনতে কান পচে গেল। বাসায় আত্নিয় আসলে প্রথমেই বলে "ওমা! সেকি অনীশ? তুমি এখনো বেকার?" আরে বেটা আমি বেকার নাকি সকার তাঁতে তোদের কি? এতই যখন দরদ তাহলে দে না একটা চাকরির ব্যবস্থা করে। না বরং যাওয়ার সময় উপদেশ দেয় "আমাদের লুবনা তো অমুকের কাছে কোচিং করে সরকারি চাকরি পেল। অমুক গাইড পরেছে। নীলক্ষেতে পাওয়া যায়। কিনে এনে পড়া শুরু কর।হয়ে যাবে একটা কিছু। " তো এমনই এক দিনে সকালে বাবার বকা শুনছি ।এমন সময় আমার বাল্যবন্ধু শাকিল এসে হাজির। কোন কথা না বলে আমার পায়ে আছড়ে পড়ল "ওরে অনীশরে...............আমার কি হবে রে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? কার জন্য বাঁচবো? তুই বল? কাকে নিয়ে আমি স্বপ্ন দেখবো?আমি আর বাঁচতে চাই না রে অনীশ......" ইতোমধ্যে শাকিলের গড়াগড়ি কান্না দেখে পাশের ঘর থেকে আমার বোন ইসরাত এসে হাজির। "শাকিল ভাইয়া। তোমারদের বাসায় কি কেউ মারা গিয়েছে? এমন করে কাঁদছ কেন?" আমি ইসরাতের দিকে চোখ পাকিয়ে বললাম "যা ফুট। বড়দের মাঝে নাক গলাতে আসিস না। তোর না এস এস সি এক্সাম? যা পাঞ্জেরী গাইড মুখস্ত কর গিয়ে।" ইসরাত আমার কথাগুলো ভেঙিয়ে ভেঙিয়ে বলে চলে যেতে যেতে গজ গজ করে বলতে লাগল "তুমি বিসিএস গাইড পড় না কেণ? যেমন বন্ধু সে তেমন তার। অকালকুষ্মাণ্ড......" শাকিলকে ধরে পাশে বসলাম। জিজ্ঞেস করলাম ঘটনা কি? ও বলল তার হল আঁকির বিয়ে।আঁখি হচ্ছে শাকিলের বয়সকালের গার্লফ্রেন্ড। মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই সেই স্কুল কলেজে একটা করে গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েও শাকিল ছিল আমাদের মধ্যে প্রেম বিষয়ে একমাত্র ভার্জিন। হ্যাঁ বেচারা শায়লাকে পছন্দ করতো। কিন্তু মেয়েটার সাথে কথা বলতে সাহস করেনি। মেয়েদের সামনে গেলেই হাত পা কাপাকাপি শুরু হয়ে যেত শাকিলের। তারপর একদিন শায়লাও এক সিনিয়র ভাইয়ের সাথে প্রেম করা শুরু করল।বেচারা শাকিল সিঙ্গেলই রয়ে গেল। মিঙ্গেল আর হতে পারল না। অবশেষে প্রেমের বাজারে শাকিল আইবুড়া হয়ে গেল।কেউই তার সাথে প্রেমে আগ্রহী না।অনার্স পাস করে শাকিল মামার জোরে একটা ভালো চাকরি পেয়ে গেল। আর তাতেই যে তার ভাগ্য খুলে গেল। একদিন আমাদের এসে বলল পাসের গলির আখির সাথে প্রেম ভালোবাসা চলছে। আমরা প্রথমে বিশ্বাস করতে চাইনি। কিন্তু যখন আখির নিজে এসে লাজুক লজ্জাবতি হয়ে মাথা নাড়ালো তখন আর বিশ্বাস না করে কি করি? তো ভালোই চলছিল ওদের প্রেম প্রেম খেলা। এখন নাকি আঁখির বিয়ে ঠিক হয়েছে।ছেলে পুলিশে চাকরি করে। দেখতে শুনতে মাশাল্লা। স্যালারি ভালো। আঁখির বাবার মতে হীরের টুকরো ছেলে। হিরের টুকরো ছেলে রেখে শাকিলের কাছে মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আখিকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। বাধ্য হয়ে শাকিল আমার কাছে এসেছে। সব শুনে ভেবে দেখলাম কিছুক্ষণ। ওদিকে চলছে বাবার "অকাল কুষ্মাণ্ড। বসে বসে অন্ন ধংস করে........." তখনই আইডিয়াটা মাথায় এল।বললাম "দেখ শাকিল, দেখতেই পাচ্ছিল আমি একজন শিক্ষিত বেকার।বাবা মায়ের গঞ্জনা সহ্য করে রয়েছি। আর তুই বেটা একাউন্টে মোটা মোটা স্যালারি নিয়ে নিচ্ছিল মাস শেষে। তোর মুশকিল আমি আসান করে দিবো ।কিন্তু আমি ফ্রি তে করে দিবো না।কিছু মাল পাতি ছাড়তে হবে। বুঝিসই তো ।খরচাপাতি আছে।" আমার কথা শেষ না হয়েই শাকিল চোখ মুছতে মুছতে বলল "তোর যা ইচ্ছা তাই পাবি। আমাকে শুধু আঁখি এনে দে...... অনীশ ।শুধু আঁখি এনেদে.........।আমি ওকে ছাড়া মরে যাবো........." "আরে বেটা রাখ। আমরা আছি না। মরে গেলে টাকা পাবো কি করে তোর কাছ থেকে।"সান্তনা দিয়ে বলল আমি। "আগে পাঁচশ টাকা ছাড় তো।খরচ পাতি করতে হবে।" শাকিল বিনা বাক্যব্যয়ে টাকা বের করে দিল। একেই বলে প্রেম মানুষকে অন্ধ করে দেয়। যেই শাকিলের কাছ থেকে দশ টাকা বের করা কঠিন ছিল সেই শাকিল নগদ ৫০০টাকা বের করে দিল! যাইহোক টাকাটা পকেটে নিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। প্রথমে গেলাম বাজারে। দুই কেজি আপেল কিনলাম।সোজা চলে গেলাম আঁখিদের বাসায়।এক কেজি দিলাম আঁখিদের দারোয়ান ছামছু কে। আপেল পেয়ে ছামছুর দাঁত কেলানো বন্ধ হচ্ছিল না। "বললাম তোমার ছেলেকে দিও। আহারে... ছেলেকে তো ভালো মন্দ কিছু খাওয়াও না।এটা তোমার ছেলের জন্য।" ছামছু বলল,"ঠিক কইছেন অনীশ ভাই।পোয়াডারে ভালমন্দ কিছু খাওয়াইতে পারি না।অনেক খুশি হইবো পোলাডা।" আরেক কেজি আপেল নিয়ে গেলাম আঁখিদের বাসায়।আন্টি মানে আঁখির আম্মা প্যাকেটটা হাতে নিয়ে বলল "কি দরকার ছিল বাবা?বাসায় কত এসব পরে থাকে।কেউ ছোঁয় না।" মুখে বললেও উনার চোখের ভাষা সে কথা বলে না। যাইহোক তো আঙ্কেল আমাকে দেখে বলল "কি অনীশ কাহিনী কি? চাকরি হয়েছে নাকি?" বললাম" না আঙ্কেল।যাতে চাকরি হয় তাই মুরুব্বিদের দোয়া নিয়ে আসলাম।" আঁখির বাবা দোয়ার কথায় বেশ খুশি হলেন "বেশ। বেশ । আজকাল তো মুরুব্বির দোয়ার কথা কেউ মনেই করে না। খুশি হলাম। কইগো আঁখির মা অনীশকে মিষ্টি দাও। শুনেছ তো। আমাদের আঁখির বিয়ে ঠিক হয়েছে। ছেলে সোনার টুকরো..." "শুনেছি আঙ্কেল। অনেক নাম শুনেছি ছেলেটার। একেবারে ফাস্টক্লাস চয়েজ।আখির বিয়েতে আমি কবজি ডুবিয়ে খাবো কিন্তুক। তা আঙ্কেল আঁখি কই? ওকে দেখছি না যে?" "আছে হয়তো ওর ঘরে। গিয়ে দেখ।" আঁখির ঘরে গিয়ে দেখলাম বেচারি মন মরা হয়ে শুয়ে আছে। আমাকে দেখে বলল "অনীশ ভাই কি হবে এখন? আমি যে শাকিলকে ছাড়া বাঁচবো না।" বললাম "চল ভেগে যাই।" ও বলল "ছি অনীশ ভাই। আপনি এত খারাপ! আপনাকে ভাই ভাবতাম।তাছাড়া আপনি তো বেকার। আপনার সাথে ভাগবে কে?আর আমি শাকিলকে ভালবাসি।" সবকিছুই সহ্য করে নেওয়া যায়। এমননি সুন্দরী মেয়েদের মুখে "ভাইয়া" ডাকও ।কিন্তুক "বেকার" সহ্য করতে পারা যায় না। তারপর ওকে সব বুঝিয়ে বললাম। শুধু শাকিলের কাছ থেকে টাকা নিচ্ছি এই ব্যাপারটা ছাড়া। আমার কথা শুনে খাট থেকে লাফ দিয়ে নামল আঁখির। হাত ধরে বলল "সত্যি অনীশ ভাই! সত্যি!" নিজের হাতদুটি আঁখির হাতে অনুভব করে ভগ্ন হৃদয়ে বললাম "সত্যি।"
২
সেদিন রাত ১১ টার দিকে আবার গেলাম আঁখিদের বাসায়। আঁখিদের বাসার দারোয়ান বাসায় নিচে গ্যারেজে কোণে একটা ঘরে পরিবার নিয়ে থাকে।সম্ভবত বেচারা ঘুমিয়ে গিয়েছিল।ডাকাডাকি করে ঘুম ভাঙ্গালাম।আমাকে দেখে অবাক হয়ে গেল।
"অনীশ ভাই?এত রাতে?"
কোন গোপন কথা বলছি এমনভাবে ওর কানে মুখে বললাম "তোমার ভাবীকে নিয়ে ভেগে এসেছি বুঝলাম। আজকের রাতটা আঁখিদের বাসায় থাকবে।তাড়াতাড়ি দরজা খুলে দাও তো।" পাশে দাঁড়িয়ে থাকা বোরকা পরা মোহিনীকে দেখিয়ে বললাম।মোহিনীর মুখ নেকাবে ঢাকা থাকলেও যাতে কোন সন্দেহ না থাকে তাই হাত দুটো খোলা রাখতে বলেছি। কেউ যাতে সন্দেহ না করতে পারে বোরকার নিচে মেয়ে বলে ছেলেকে চালিয়ে দিচ্ছি।
আগে মোহিনীর পরিচয় কিছুটা দিয়ে নেই।মোহিনী হচ্ছে আমার দূর সম্পর্কের বোন। দারুণ স্বাধীনচেতা মেয়ে। সারাদিন নারীবাদী আন্দোলন করে বেড়ায়। রাত বিরাতে বেরিয়ে অভ্যাস আছে ওর। তাছাড়া আঁখির ব্যপারটা খুলে বলতেই খুশি মনে রাজি হয়ে গেল। ওর কাছে আঁখির মা বাবা যা করছে তা হচ্ছে অমানুষিক। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে নারীর স্বাধীনতার খর্ব করে। তাই আমাকে সাহায্য করবে বলে কথা দিল। তাই এখন বোরকা পরিয়ে নিয়ে এসেছি। যদিও বোরকাতে তাঁর দারুণ আপত্তি। তাঁর কথা 'আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে ওই মেয়েকে ওর বাবা মায়ের নাকের ডগা থেকে তুলে নিয়ে আসবো।' মোহিনীর কথা আমি অবিশ্বাস করছি না। এই মেয়ের দ্বারা অসম্ভব কিছু নেই। আমি তো গোবেচারা।আখি আর শাকিল ভেগে যাওয়ার পর তো আমাকে এই এলাকাতেই থাকতে হবে। ধরা খেলে চলবে না। তাই বললাম সাহায্য করতে চাইলে আমার মত কাজ করতে হবে। মেয়েটার মনটা পরিষ্কার। রাগে গজ গজ করতে করতে শেষ পর্যন্ত রাজি হল।
তো বোরকার আড়ালে বেরিয়ে থাকা মোহিনীর হাতের দিকে তাকিয়ে দারিয়ান বেচারা কি করবে বুঝল না প্রথমে। এত রাতে একটা মেয়েসহ একটা বেকার ছেলেকে অন্যের বাড়িতে ঢুকতে দেয় কি করে? তবে সম্ভবত সকালের আপেলগুলো তাজা ছিল। স্বাদ এখনো ভুলতে পারেনি। তাই চক্ষু লজ্জার খাতিরে হলেও গেটের দরজা খুলে দিতে রাজি হল।
বোরকা পরা মোহিনীকে নিয়ে গেলাম আঁখিদের ফ্যাটে। দরজা খুলে দিল আঁখির বাবা। আঙ্কেল আমাকে দেখে ভূত দেখার মত চমকে উঠল। কিন্তু সাথে বোরকা পরা একটা মেয়ে দেখে আর বেশী আঁতকে উঠল। তবে বেশীক্ষণ সুযোগ দিলাম না উনাকে। লাফ দিয়ে উনার পায়ে পড়লাম।"আঙ্কেল...... আমাকে বাঁচান।আঙ্কেল......শুধু আজ রাতটা থাকতে দিন।"
এমনশক্তভাবে পায়দুটো চেপে ধরলাম যে নড়ার জো নেই। শব্দ শুনে ভেতর থেকে আঁখির মা আর আঁখির এসে গেল।পুর্বে শিখিয়ে দেওয়া মন্ত্রের মত আঁখির খুশিতে লাফ দিয়ে উঠল। ওর বাবা মাকে ঠেলে সরিয়ে দিয়ে মোহিনীর হাত ধরে ঘরে ভেতরে ঢুকিয়ে নিতে নিতে বলল "বাহ অনীশ ভাই। দারুণ একটা ভাবী জুটিয়ে ফেলেছে তো।এস ভাবী ভিতরে এস। "
আঁখির মা এখনো কিছু বুঝে উঠেনি। আঙ্কেলের পা এমনভাবে চেপে ধরে রেখেছি যে উনি নড়তেই পারছেন না। সেই অবস্থাতেই আখিকে বললেন "কিসের ভাবী? কিসের কি?" আমার দিকে তাকিয়ে বললেন "ছি ছি ছি লজ্জা করে না। বেকার ছেলে বিয়ে করে ফেলেছ। তাও আবার বউ নিয়ে নিজের বাসায় না গিয়ে আমার বাসায় এসেছ কোন দুঃখে?"
আমি বললাম "আঙ্কেল একবার ভেবে দেখুন। আজকে যদি আমি ওকে বিয়ে না করতে পেরে নেশ করে বাদলের মত খারাপ হয়ে যেতাম তাহলে কি আপনার খারাপ লাগত না?একবার ভাবুন।আমার মত নাদান মাসুম যদি রাস্তায় রাস্তায় বাদলের মত ঘুরে বেড়ায় তাহলে আপনার কষ্ট হবে না?"
বাদল আমাদের এলাকার সুপরিচিত ছ্যাকা খোর প্রেমিক। তাঁর কাজ হচ্ছে দুই দিন পর পর প্রেম করা।মজার ব্যাপার হচ্ছে সব এলাকার সব মেয়ের বাবা মায়ই চায় তাঁর মেয়ে যেন বাদলের সাথে অল্প কয়েকদিনের জন্য হলেও প্রেম করুক। কারণ যেই মেয়ের সাথেই বাদলের প্রেম হয় সেই মেয়েরই আলৌকিক কিছুর বদৌলতে এক মাসের মধ্যেই বিয়ে হয়ে যায়।শুধু তাই নয় মেয়ের বাবা মা যে রকম ছেলে চাই সেইরকম ছেলের সাথেই বিয়ে হয়। তাই এলাকার যেসব মেয়েদের বাবা মা মেয়ের বিয়ে নিয়ে টেনশন করে তাদের ত্রানকর্তা হচ্ছে বাদল। মেয়ের বাবা মা নিজেরা বাদলের সাথে মেয়কে প্রেম করতে উৎসাহ দেয়। বলা বাহুল্য মেয়ের বিয়ে ঠিক হলে বাদল কিছুই মনে করে না। কয়েকদিন ওই মেয়েটির শোকে কান্নাকাটি করে। পৃথ্বীর অমৃত পান করে। গাঁজা সিগারেট খায় । তারপর আবার আরেকটা মেয়ের প্রেমে পড়ে। যতদিন না সেই মেয়েটির বিয়ে না হচ্ছে। তবে অপেক্ষার তাঁর মেয়ার এক মাসের বেশী না।
যখন দেখলাম এই কথায় উনার চেহারায় কিছুটা কমনীয়ভাব দেখা দিয়েছে তখন ভেউ ভেউ করে কেঁদে দিলাম। এবার কাজ হল। আমাদের শুধু এক রাতের জন্য থাকতে দিতে রাজি হলেন। তবে শর্ত হল মোহিনী থাকবে আঁখির সাথে। পারফেক্ট। যা ভাবছিলাম তাই হচ্ছে। ওদিকে মোহিনী টুপ করেই আঁখির রুমে ঢুকে গেল বোরকা না খুলে। বললাম "মোহিনি ভালো মেয়ে। সবার সাথে দেখা দেয় না।আঙ্কেল যাতে কিছু মনে না করে।"
"দেখা দেয় না তো প্রেম করলে কিভাবে?" আঙ্কেল অবাক হয়ে জিজ্ঞেস করলেন।
"মনে টান আঙ্কেল মনের টান।চেহারা দেখে কি আর প্রেম হয়।আপনিই বলুন।" তারপর রস কস মিশিয়ে একটা আবেগঘন গাল গল্প বলে দিলাম। গল্পের শেষে উনি আবেগে চোখের পানি মুছলেন।আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন "তুমি আমার ছেলের মত।তোমার যা লাগবে আমাকে বলবে ।আমি তো আছি।"
আমার ঘুমানোর ব্যবস্থা হল সোফায়।সকালে আঙ্কেলের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। "এই অনীশ? উঠ উঠ।আখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।উঠ তাড়াতাড়ি।"
চোখ ঢলতে ঢলতে এমনভাবে তাকালাম যেন ভাঁজা মাছটি উল্টে খেতে পারি না। আন্টি বলল "তোমার স্ত্রী কেও খুঁজে পাওয়া যাচ্ছে না।"
আমি নিরিহভাবে বললাম "আন্টি,আঁখি আমার সাথে ভেগে না হয় একটা কথা ছিল। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আঁখি আমার স্ত্রীর সাথে ভেগে গিয়েছে? একি করে সম্ভব?"
আঙ্কেল রাগে গজ গজ করতে করতে বলল "আজকাল সবই সম্ভব। ওই আমেরিকায় কি সব চলে...... আমাদের দেশও বা পিছিয়ে যাবে কেন?ছি ছি একটা ছেলের সাথে ভেহে গেলেও তো হত। শেষ পর্যন্ত কিনা একটা মেয়ের সাথে! আর এই অনীশ? ওই মেয়ে কেমন স্ত্রী তোমার?ছি ছি......স্বামী রেখে ছি... ছি..."
মুখটা কৃত্রিম বেজার করে বললাম "ওকে পেলে আমি জিজ্ঞেস করতাম।"
সারাদিন অনেক খোঁজা খুঁজি চলল। থানায় জিডি করা হল। আমি নাদানের মত সারাদিন উনাদের সাথেই থাকলাম। আর সব কিছুতে সায় দিতে লাগলাম। পুরো এলাকায় ছিঃ ছিঃ রব ওরে গেল। আমাকে নিয়ে চলল ধিক্কার। পাড়ার পোংটা ছেলেরা বলল "অনীশ ভাই শেষ পর্যন্ত কিনা বিয়ে করলেন ওইসব কে? হেহেহহেহে......হেহেহহেহে......"
তবে দুইদিন পড়ে পরিস্থিত শান্ত হতেই আঁখির হাজির। সাথে শাকিল। আঁখির বাবা মাকে কদমমুছি করে "আব্বা... আব্বা বলে জড়িয়ে ধরল।"
এই নিয়ে আর কোন উচ্চবাচ্য করল না উনারা। শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ।মেয়ে তাঁদের ঠিকই আছে। অন্তত একটা ছেলেকেই বিয়ে করেছে। উনারা এতেই বেজায় খুসি।
তো বিকালে শাকিলের পকেট থেকে পাওনা বুঝেবাসায় যাচ্ছিলাম। পথে আঙ্কেলের সাথে দেখা। আমাকে বললেন "মেয়ে আমার ঠিকই আছে। কোন ঘাপলা নেই। তিমার জন্য আফসোস হয়।" বলেই জিহ্বা দিয়ে চুক চুক করলেন। আমি তখন বললাম "আঙ্কেল চিন্তা করবেন না। আমি চাকরি পেয়েছি।সব নতুন করে শুরু করবো। " তারপর পকেট থেকে টাকাটা অনুভব করলাম। হিসাব করছি মোহিনীকে ওর % দেওয়ার পর আমার কত থাকবে।
৩
তো সেদিন থেকেই শুরু হল আমার নতুন বিজনেস।মেয়ে ভাগানো।পর পর বেশ কয়েকটি সফল অপারেশন করলাম এলাকায়।এরপর থেকে এলাকায় আমি বেশ পরচিত হয়ে গেলাম। সবাই জেনে গেল আমার উদ্দেশ্য আর কাজের ধরণ।তাই সুযোগ মত একটা অফিস নিয়ে নিলাম এলাকার বাইরে। নাম দিলাম “ভাগানো ডট কম” । আমিই মালিক। আমিই একমাত্র কর্মচারি। প্রথম দিকে আমার কাস্টমার ছিল লিমিটেড। যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছে তাঁদের বন্ধু বান্ধরাই ছিল আমার কাস্টমার। নিজেরা আমার সার্ভিসে উপকার পেয়ে আমার কাছে রেফার করে দিত। আমি আবার গ্যারান্টি ছাড়া কাজ নেই না। বিফলে মূল্য ফেরত।
একশো ভাগ সফলতা নিয়ে আস্তে আস্তে ব্যবসাটা এগিয়ে গেল।ভাববেন না সবকছু এত সোজা। প্রতিদিন নিত্য নতুনভাবে মেয়ে ভাগানোর প্ল্যান বানাতে হয়। নতুন নতুন উপায় বের করতে হয়।তো দিনে দিনে বন্ধু বান্ধব মহল এবং এলাকা ছাড়িয়ে চারদিকে আমার নাম ছড়িয়ে গেল। না মানে ইয়ে সবার মাঝে না। ইয়াং এইজ বিশেষ করে যুবক যুবতীদের মাঝে আরকি।মুরুব্বিরা যদি কোনভাবে আমার এই বিজনেসের কথা জানে তো আমি একশো ভাগ শিউর নিখিল বাবা-মা সমিতি আমার নামে মামলা করে দিবে নতুবা আমার ব্যবসার দফারফা করে দিবে। তো যত প্রসার তত বেশী যন্ত্রনা। একবার তো এক জোড়া কিশোর কিশোরী আসল। তারা ভেগে যেতে চায়। খেয়াল করে দেখলাম ছেলেটার এখনো মোছই উঠেনি। আর মেয়েটা তো এখনো ফ্রগ পরাই ছাড়েনি। দিলাম এক রাম ধমক। ছেলে ম্যে দুটো ভেউ ভেউ করে উঠল। কিন্তু এসব ক্ষেত্রে মায়া দয়া রাখা চলে না। ঝেটিয়ে বিদায় করলাম। আরেকদিনের কাহিনী শুনেন। এক গুণ্ডা টাইপের লোক আসল। ছয় ফিট উচ্চতা আর পেল্লাই বুকের ছাতি। দুই হাতের বাইসেপের কথা নাই বলি। আমি তো গেলাম ভয় পেয়ে। না জানি কোন মেয়েকে ভাগিয়ে নিয়ে এসছিলাম তাঁর ভাই টাই হবে। কিন্তু লোকটা এসে সোজা আমার পায়ের তলায় বসল। আর কাকুতি মুনতি করতে লাগল। তারপর একতাড়া নোট আমার হাতে গুঁজে দিল। আমার দুই মাসে ইনকাম। ঘটনা কি জানতে চাইলাম।বলল পাড়ার পাতি মাস্তান হয়েও যে মেয়েটাকে উনি পছন্দ করে সেই মেয়েটা উনাকে পাত্তা দেয় না।অথচ অন্য একটা ছেলের সাথে দিব্যি প্রেম করে যাচ্ছে। এখন উনি চাচ্ছে মেয়েটাকে জোর করে ভাগিয়ে নিতে।শুনে তো আঁতকে উঠলাম। বললাম এই কাজ আমার দ্বারা হবে না। আপনি অন্য রাস্তা দেখেন। যখন বুঝল কাজ হবে না।তাঁর চ্যালা পেলারা এসে হাজির। শেষে দিল কিছু উত্তম মাধ্যম। এখনো মাঝে মাঝে মার খাওয়া জায়গাগুলো ব্যাথায় চিনচিন করে উঠে। তবে আমার এই ব্যবসায়িক জীবনের মোড় ঘুরে গেল যেদিন আফিফা এসে আমার দরজায় কড়া নাড়ল। দিনটির কতা স্পষ্ট মনে আছে। সেদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছিল।হাতে কোন কাজ ছিল না। কারণ মাত্রই দিন দুই আগে পর পর দুটো সফল অপারেশন করে এসেছি।হাতে এখন টাকা আছে ভালোই।কোন টেনশন নাই। আপাতত কিছুদিনের জন্য রিলাক্স। তাই সকাল থেকে পড়া বৃষ্টিটা উপভোগ করছিলাম। কফির চুমুক সাথে বৃষ্টি পড়ার শব্দ ।এক অসাধারণ কম্বিনেশন। ঠিক এমন সময় দরজা খুলে একটা এয়ে ঢুকল। মেয়েটা বৃষ্টিতে ভিজে সারা। সেইসাথে পায়ের জুতোতে আমার মেঝে পানিতে মাখামাখি অবস্থা।বলার অপেক্ষা রাখে না মেয়েটা বেসম্ভব সুন্দরী।মেয়েটা কোন দিকে না তাকিয়ে সোজা আমার সামনে এসে দাঁড়াল, “এটা কী ভাগানো ডট কম?” মেয়েটার দেখে আমি এতই বিমোহিত হয়ে গিয়েছি সে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিলাম।তবে দ্রুত নিজেকে সামলে নিলাম। যে লাইনে কাজ করি সেই লাইনে নিত্যদিন এমন হাজারো সুন্দরীর সাথে কাজ করতে হয়।এখানে পথ হালারে চলে না। একটু বিপথে গেলেই মামলা খতম।
আমি যথা সম্ভব মোলায়েম স্বরে উত্তর দিলাম,”জি ।ঠিকই ধরেছেন। বলুন কিভাবে সাহায্য করতে পারি?”বলেই পিছনে ইতিউতি তাকালাম।আমি আশ করছিলাম সাথে বয়ফ্রেন্ড আসেব। সাধারণত ক্লায়েন্টরা আসে কাপল হয়ে। ক্ষেত্রে বিশেষে প্রাথমিক অবস্থায় ছেলেটা এসে কাজ দিয়ে যায়। পড়ে জোড়ের অন্য জনের সাথে দেখা হয়। আর অবস্থা বেশী সিরিয়াস হলে ফোন কথা বলে নেই। মেয়েটার সাথে কেউ আসেনি। একা এসেছে। আমার পুরো অফিসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর বলল “অফিস তো ভালোই সাজিয়েছেন। কিন্তু একটা সাইনবোর্ড টাঙ্গাতে কি সমস্যা? আপনি জানেন কত সমস্যায় পড়েছি আপনার অফিস খুজেতে গিয়ে? তাও আবার এই বৃষ্টিতে।”
“ইয়ে মাদক ব্যবসায়ী যদি অফিস খুলে মাদক সেল করে তাহলে তো মাদকসেবীদের সাথে পুলিশও এসে হাজির হয়। তাই না?তেমনি আমার এই বিজনেসে ওপেনলি কিছ করা মানে নিজের পায়ে নিজে কুড়ল মারা।আপনার অতিরিক্ত কষ্টের জন্য দুঃখিত।” বিনয়ের অবতার হয়ে উত্তর দিলাম।
“হয়েছে হয়েছে।এখন রুমাল টুমাল কিছু দিন ।ঠাণ্ডা লেগে যাবে আমার। আমার আবার ঠাণ্ডার প্রবলেম আছে।”
আমি ‘কাস্টমার সার্ভিস সবার আগে’ নীতিতে বিশ্বাসী।দ্রিত তোয়ালে বের করে দিলাম। মাথা মুছে আলুথালু চুল নিয়েই সামনের চেয়ারে বসল। আমি খাতা কলম নিয়ে বসলাম।
“আপনার নাম?”
“আফিফা।”
“পেশা?”
“চাকুরীজীবী”
“বাবা কি করেন?”
“ব্যবসায়ী।”
“আপনাকে কোথা থেকে ভাগাতে হবে? বাসাত থেকে নাকি কোন বন্ধী কারাগার থেকে।”
“আমাকে দেখে কি মনে হয় আমি বন্ধি কারাগারে আছি?বন্ধি থাকলে কি আমি এখানে আসতে পারতাম?”
“নাহ। মানে আনেকেই মিথ্যা বলে বের হয়। কিত্নু ভাগতে প্রিপারেশন লাগে ।সাথে কিছু নিয়ে ভাগতে হয়। ওসবের জন্য বলা আরক…”
“ঠিক আছে ঠিক আছে।”
“আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কোথায়? পেমেন্ট কি উনি করবে ? আমি কিন্ত অগ্রিম নেই টাকা।”
“কেন আমাকে দেখে কি মনে হয় আমি ফকির মিসকিন?আমার কাছে টাকা নেই?”
“নাহ , আসলে বেশীরভাগ ক্ষেত্রেই ছেলেরাই টাকা দেয় কি না…”
আমার মুখের কথা কেঁড়ে নিয়ে মেয়েটা বলল “হ্যালো… এটা ২০১৮। ১৯ কট কটি না। আর শুনে রাখুন আমাকে ভাগাতে হবে না।ভাগাতে হবে আমার বয়ফ্রেন্ডকে। যা করার দ্রুত করতে হবে। ওর বিয়ে ঠিক হয়ে আছে।কত দিবে হবে আপনাকে?” ভ্যানিটি ব্যাগ খুলতে খুলতে প্রশ্ন করল আফিফা।
কথাটা শুনে হাত থেকে কলম পড়ে গেল। ভুল শুনলাম না তো? মেয়েটা সম্ভবত আমার মনের কথা পড়তে পারল। মুখটা বেকিয়ে উত্তর দিল “জি ঠিকই শুনেছেন। আমার বয়ফ্রেন্ডকে ভাগাতে হবে। এতে অবাক হওয়ার কি আছে?”
মুখটা ভ্যাংচাতে মেয়েটাকে আরও সুন্দর লাগল। ধুর কি যা তা ভাবছি। ফোকাস অনীশ ফোকাস।কাজে সময় ন টাল্টি ফাল্টি । উত্তর দিলাম “না আসলে এরকম কেস এই প্রথম তো তাই…”
“সব কিছুরই প্রথম থাকে। আজকের পড়ে আর প্রথম থাকবে না। ভিক্টিমের নাম লিখুন সালাউদ্দিন মইন।পেশা ডাক্তার।বাবার নাম………”
মেয়েটা একেরপর এক ইনফরমেশন দিয়ে যাচ্ছে আমি খস খস করে নোটবুকে লিখেই যাচ্ছি ।
৪
আফিফার কাছ থেকে ঘটনা যা শুনলাম তা নতুন কিছু না।যুগ যুগ ধরে আমরা যা দেখে আসছি তাই আবার নতুন করে শুনতে হল। সেই চৌধুরী আর খানদের ইতিহাস। আফিফার পরিবার ওদের এলাকায় ডাকাবুকো ফ্যামিলির মধ্যে অন্যতম। আফিফার বাবার কথায় দশ ঘাটের লোক এক ঘাটে জল খায়। এককালে তাদের জমিদারি ছিল। এখন জমিদারি না থাকলেও সেই ঠাটবাট ঠিকই রয়ে গিয়েছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল।
ওদিকে আফিফার প্রেমিক মইনদের ফ্যামিলি নয়া বড়লোক হয়েছে। বংশ পরস্পরায় ওরা বড়লোক ছিল না। মইনের পূর্ব পুরুষ এক সময় আফিফাদের জমিদারিতে চাকরি করতো। আফিফার পূর্বপুরুষদের জমিদারি গিয়ে দুর্দিন শুরু হল আর তা শাপে বর হয়ে মইনদের পূর্বপুরুষদের ভাগ্য খুলে গেল। ব্যবসা করে বিস্তর কাঁচা পয়সা গড়ে দুই পুরুষের মাথায় এলাকার গণ্যমান্য হয়ে গেল। ব্যাপারটা ভালো চোখে দেখল না আফিফাদের পরিবার। প্রথম প্রথম ছোট খাটো কনফ্লিক্ট। কিন্তু বংশ পরিক্রমায় তাই রূপ নিল সাপে নেউড়ে সম্পর্কে। এর মধ্যে ওদের দুজনের প্রেম হল। দুই পরিবারের কেউই মেনে নিতে পারল না। আফিফাদের বাসায় এসে নিজের ছেলেকে ৪৮ ঘন্টায় বিয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়ে গিয়েছেন মইনের বাবা। মইন ছুটি উপলক্ষ্যে বাড়িতেই ছিল। আর যায় কোথায়। সাথের সাথে ঘরে বন্দী।
সব শোনার পড় জিজ্ঞেস করলাম।
"তা মইনের বাবা ৭২ ঘন্টার আন্টিমেটাম দিয়ে দিল আর তোমার বাবা তা সহ্য করলেন!"
"আরে নাহ। বাবা।এত বোকা না। তিনি ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন।তবে এই নিয়ে আমি চিন্তিত না।আমি ঠিকই নিজের হিল্লে করতে পারবো কিন্তু হাঁদারামটার বিয়ে হয়ে গেলে তো সমস্যা।" ভেজা চুলে বিলি কাটতে কাটতে বল আফিফা।
"তা কীভাবে শুরু করা যায়? ভেবেছ কিছু?" জিজ্ঞেস করলাম কলম নাচাতে নাচাতে।
চোখমুখ বড় বড় করে জিজ্ঞেস করল "ওই মিয়া!আমিই যদি ভাবতাম তাহলে আপনার কাছে আসছি কেন? দেন দেন টাকা ফেরত দেন।যত্তসব ভণ্ডামি।"
দেখলাম অবস্থা বেগতিক। পাগল কিসিমের কাস্টমার। যদিও সুন্দরী। তাতে কি পাগলের কি আর জাত পাত আছে? সুন্দরী হইলেই বা কি?
"আরে ম্যাডাম। এত রেগে যান কেন?কলিকাতা হারবালে গিয়ে কি কেউ এক শট টেস্ট না ফেরত আসে? বললাম না বিফলে মূল্য ফেরত। আপনার বয়ফ্রেন্ড কে আপনার পায়ে যদি হাজির না করেছি তবে আমান নাম অনীশ না।"
"মনে থাকে যেন।আমার পায়ে এনে ফেলবেন বলেছেন।"
"ইয়ে... বুকে এনে ফেললেও তো হবে?" কাঁচুমাচু হয়ে জিজ্ঞেস করলাম।
আমার লেইম জোকসে একটুও ইম্প্রেস না হয়ে বলল "ননসেন্স। ইডিয়ট।"
যাই হোক সব প্রয়োজনীয় জিনিসপাতি জোগাড় করে আল্লাহ্ নাম নিয়ে রওনা দিলাম। আফিফা বাস স্ট্যান্ড থেকে ওর বাসায় চলে গেল আর আমি সোজা গেলাম মইনদের বাসায়। ওর বাসায় গিয়ে দেখলাম সে এক এলাহি কাণ্ড। নিজের যে মালকড়ি আছে সেটা বোঝানোর জন্য মইনের বাবা কোন কার্পন্য করেন নাই। ওদের বাড়িতে আমি উঠলাম মইনের বন্ধু হিসাবে। বেচারা মইনের নিচে আসাও বারণ। ওর বাবার লাল টকটকে চেহারা। ঝাড়া ছয় ফিট। মুখের পেল্লাই গোঁফ উনার ব্যক্তিত্বেও বহিঃপ্রকাশ।
আমাকে দেখে ঝাড়া পাঁচ মিনিট আমার দিকে তাকিয়ে রইল কোন কথা না বলে। আমি নিরীহ গোবেচারা মত যতটা পারা যায় মুখে শিশুর সারল্য নিয়ে দাঁড়িয়ে রইলাম। যেন দুনিয়ার কোথায় কি হচ্ছে তার কিচ্ছুটি জানি না।
মেয়ে দেখতে আসা পাত্র পক্ষের মত আমাকে দেখে টেখে রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন "তোমাকে দেখে তো মইনের বন্ধু বলে মনে হয় না। কেমন চোর চোর ভাব তোমার চেহারায়।"
আমি বিনয়ের অবতার হয়ে বললাম "আমার সব বন্ধুর বাবা আমি এই কথা বলে।তবে বিশ্বাস করেন আংকেল আমি দেখতে কিউট না হলেও চোর না। এখানে দুই দিন থাকলে আমাকে সারাজীবন মনে রাখবেন। আমি যেখানে যাই নিজের ছাপ ফেলে আসতে চেষ্টা করি।"
"হুম। তা কি কাজ করো?"
"জি আংকেল।ভাগাই। ভাগানো আমার পেশা?"
কথাটা বলেই জিভে কামড় দিলাম। ভুলে করে ফেললাম।
"ভাগানো? কি ভাগাও তুমি?" অবাক হয়ে উনি প্রশ্ন করলেন।
"মানে ওই গরু ছাগল ভাগাই আরকি।মানে রাখাল বলতে পারেন।"
"রাখাল!"
"ডিজিটাল রাখাল আংকেল।গরু ছাগলের ফার্ম আছে আমার।নিজের ফার্মেই গরু ছাগল ভাগিয়ে বেড়াই মানে ঘাস খাইয়ে বেড়াই ওদের।"
"ও আচ্ছা। তাই বল। কিন্তু যাই বলো তোমাকে আমার চোর মনে হয়।যাও মইন উপরে আছে।"
উনাকে আট কিছু বলতে সুযোগ না দিয়ে সুড়ুৎ করে দোতলায় উঠে এলাম।
হিসাব করে দেখলাম এক হিসাবে তো আমিই চোরই। চোরের সাথে আমার বিশেষ পার্থক্য নেই। চোর রাতের বেলা মানুষের বাড়িতে হামলা করে। আমি তাই করি। তবে পার্থক্য আমি আসবার পত্র না নিয়ে বাড়ির মেয়েদের চুরি করে বেড়াই।থুক্কু ভাগিয়ে বেড়াই।তাহলে কি রাতে বেলা চোরের মত চলাফেলা করতে করতে চেহারায় চোর চোর ভাব চলে এসেছে? হতে পারে।
দরজার দুই পালোয়ান গার্ড হিসাবে দাঁড়িয়ে আছে। আমার দিকে গরম চোখে তাকিয়ে দরজার তালা খুলে দিল। কোনমতে ভিতরে ঢুকতেই পেছন থেকে দরজা বন্ধের আওয়াজ পেলাম।
ভিতরে ঢুকে দেখি একটা ছেলে বুকে বালিশ নিয়ে উপুড় হয়ে গুন গুন করে কাঁদছে। গলা খাকারি দিয়েই ফিরে তাকাল। ছেলেটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অতিরিক্ত কান্নার ফল। টকটকে ফর্সা চেহারায় তা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। আমাকে দেখে কোলের বালইশ ফেলে সিনেমার নায়িকাদের মত দোউে এল। ভয় পেয়ে গেলাম। আজকালকার যুগে সব চলে। কে যে বাইসেক্সুয়াল আর যে নরলাম বুঝা মুশকিল। বিপদে পড়ে গেলাম নাকি?তবে আমার সব জল্পপা কল্পনার অবসান ঘটিয়ে মইন আমার পায়ে এসে পড়ল।
"ভাই আমাকে এখান থেকে বের করে নিয়ে চলুন। আমি আফিফাকে ছাড়া বাঁচবো না।আমি শেষ হয়ে যাবো।"
"আরে ভাই রাখেন রাখেন। আপনাকে বাঁচানোর জন্যই তো আমি এসেছি। উঠেন ভাই উঠেন।তবে আগে একটা কথা বলেন তো। আফিফাকে প্রপোজ কে করেছিল?"
মইন চোখ মুছতে মুছতে বলল "আফিফাই করেছিল।"
আমি গাল চুলকে বললাম "হুম।এটাই ধারণা করেছিলাম।আপনি সেই ম্যাটারিয়াল না।"
"কোন ম্যাটারিয়াল ভাই?"ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করল মইন
"কিছু না।আসেন কাজে নামি।" বলেই বাক্স পেটরা খুলতে শুরু করলাম।
চলবে..............................
আমার নাম? আমার নাম আনীশ? পেশা? মানে বলতে চাচ্ছেন রুটি রুজির জন্য কি করি? পেশা আমার ভাগানো। জি হ্যাঁ। ঠিকই শুনেছেন। ভাগানো। না... না...। ভাববেন না আমি গরু,ছাগল আর কুকুর তাড়িয়ে বেড়াই। কি বললেন? জি হ্যাঁ ঠিকই ধরেছেন। মেয়ে ভাগানোই আমার পেশা। অদ্ভুত লাগছে? আরে ভাই আজকাল সব কিছুই পেশা হিসেবে নেওয়া যায়। যে যত বেশী ইনোভেটিভ সে তত বেশী ব্যবসায়িকভাবে সফল। জোকার তো সেই কবেই বলে গিয়েছে "if you're good at something never do it for free"। তো আমি এই কাজে মানে মেয়ে ভাগানোতে এক্সপার্ট তাহলে ফ্রি তে কেন কাজ করবো?কি বললেন? বিনা চালানে লাখপতি হয়ে যাচ্ছি? ভুল মশাই ভুল। ফি আমি অত নেই না। নির্ভর করে মেয়েকে কোথা থেকে কি পরিস্থিতিতে ভাগাতে হয়। ধরুন যদি বিয়ে বাড়ি থেকে ভাগাতে হয় তাহলে ফি একটু বেশি।বুঝেনই তো ধরা খেলে মাইর একটাও মাটিতে পড়বে না। আবার যে মেয়ের ভাই এলাকার গুণ্ডা তার ক্ষেত্রেও ফি টা একটু বেশিই নেই। আরে ভাই আমি তো ম্যাঙ্গো পিপল। গুণ্ডা পান্ডার কাছে ধরা খেলে মেরে তক্তা বানিয়ে দিবে। রিস্ক অনেক। তাই ফি টাও......। আবার ধরেন মেয়ের বাবা যদি পুলিশ টুলিশ কিংবা রাজনীতিক হয় তাহলে ওই আরকি।তবে ভাই আমি কিন্তু ফেয়ার জাজমেন্ট করি। সাধারণ কেস হলে নামমাত্র ফি নেই। শুধু খরচপাতি বাদে নিজের জন্য অল্প কিছু নেই। একবার হল কি শুনুন। এক কাপল এল। ছেলে বেকার। মেয়ের বিয়ে ঠিক। দুজনে এমন ভেউ ভেউ করে কান্না শুরু করে দিল যে আমিও ওদের সাথে কান্না শুরু করে দিলাম। শুধু তাই না। বিনা ফি তে মেয়েটাকে বাসা থেকে ভাগিয়ে ছেলেটার সাথে বিয়ের ব্যবস্থা করে দিলাম। কি বললেন? কিভাবে এই লাইনে আসলাম? আসলে বুঝলেন সব নষ্টের গোঁড়া আমার বন্ধু শাকিল। বছর কয়েক আগের কথা। আমি তখন অনার্স পাস করে বেকার। চাকরির ধান্দায় জুতার তলা ক্ষয় করছি। সকাল বিকাল বাবা মায়ের "অলস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। অমুকের ছেলে অত টাকার বেতন পায় ।আর তুই? বসে বসে খাস। লজ্জা করে না?" এই টাইপ কথাবার্তা শুনতে শুনতে কান পচে গেল। বাসায় আত্নিয় আসলে প্রথমেই বলে "ওমা! সেকি অনীশ? তুমি এখনো বেকার?" আরে বেটা আমি বেকার নাকি সকার তাঁতে তোদের কি? এতই যখন দরদ তাহলে দে না একটা চাকরির ব্যবস্থা করে। না বরং যাওয়ার সময় উপদেশ দেয় "আমাদের লুবনা তো অমুকের কাছে কোচিং করে সরকারি চাকরি পেল। অমুক গাইড পরেছে। নীলক্ষেতে পাওয়া যায়। কিনে এনে পড়া শুরু কর।হয়ে যাবে একটা কিছু। " তো এমনই এক দিনে সকালে বাবার বকা শুনছি ।এমন সময় আমার বাল্যবন্ধু শাকিল এসে হাজির। কোন কথা না বলে আমার পায়ে আছড়ে পড়ল "ওরে অনীশরে...............আমার কি হবে রে? আমি এখন কি নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? কার জন্য বাঁচবো? তুই বল? কাকে নিয়ে আমি স্বপ্ন দেখবো?আমি আর বাঁচতে চাই না রে অনীশ......" ইতোমধ্যে শাকিলের গড়াগড়ি কান্না দেখে পাশের ঘর থেকে আমার বোন ইসরাত এসে হাজির। "শাকিল ভাইয়া। তোমারদের বাসায় কি কেউ মারা গিয়েছে? এমন করে কাঁদছ কেন?" আমি ইসরাতের দিকে চোখ পাকিয়ে বললাম "যা ফুট। বড়দের মাঝে নাক গলাতে আসিস না। তোর না এস এস সি এক্সাম? যা পাঞ্জেরী গাইড মুখস্ত কর গিয়ে।" ইসরাত আমার কথাগুলো ভেঙিয়ে ভেঙিয়ে বলে চলে যেতে যেতে গজ গজ করে বলতে লাগল "তুমি বিসিএস গাইড পড় না কেণ? যেমন বন্ধু সে তেমন তার। অকালকুষ্মাণ্ড......" শাকিলকে ধরে পাশে বসলাম। জিজ্ঞেস করলাম ঘটনা কি? ও বলল তার হল আঁকির বিয়ে।আঁখি হচ্ছে শাকিলের বয়সকালের গার্লফ্রেন্ড। মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই সেই স্কুল কলেজে একটা করে গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েও শাকিল ছিল আমাদের মধ্যে প্রেম বিষয়ে একমাত্র ভার্জিন। হ্যাঁ বেচারা শায়লাকে পছন্দ করতো। কিন্তু মেয়েটার সাথে কথা বলতে সাহস করেনি। মেয়েদের সামনে গেলেই হাত পা কাপাকাপি শুরু হয়ে যেত শাকিলের। তারপর একদিন শায়লাও এক সিনিয়র ভাইয়ের সাথে প্রেম করা শুরু করল।বেচারা শাকিল সিঙ্গেলই রয়ে গেল। মিঙ্গেল আর হতে পারল না। অবশেষে প্রেমের বাজারে শাকিল আইবুড়া হয়ে গেল।কেউই তার সাথে প্রেমে আগ্রহী না।অনার্স পাস করে শাকিল মামার জোরে একটা ভালো চাকরি পেয়ে গেল। আর তাতেই যে তার ভাগ্য খুলে গেল। একদিন আমাদের এসে বলল পাসের গলির আখির সাথে প্রেম ভালোবাসা চলছে। আমরা প্রথমে বিশ্বাস করতে চাইনি। কিন্তু যখন আখির নিজে এসে লাজুক লজ্জাবতি হয়ে মাথা নাড়ালো তখন আর বিশ্বাস না করে কি করি? তো ভালোই চলছিল ওদের প্রেম প্রেম খেলা। এখন নাকি আঁখির বিয়ে ঠিক হয়েছে।ছেলে পুলিশে চাকরি করে। দেখতে শুনতে মাশাল্লা। স্যালারি ভালো। আঁখির বাবার মতে হীরের টুকরো ছেলে। হিরের টুকরো ছেলে রেখে শাকিলের কাছে মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আখিকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। বাধ্য হয়ে শাকিল আমার কাছে এসেছে। সব শুনে ভেবে দেখলাম কিছুক্ষণ। ওদিকে চলছে বাবার "অকাল কুষ্মাণ্ড। বসে বসে অন্ন ধংস করে........." তখনই আইডিয়াটা মাথায় এল।বললাম "দেখ শাকিল, দেখতেই পাচ্ছিল আমি একজন শিক্ষিত বেকার।বাবা মায়ের গঞ্জনা সহ্য করে রয়েছি। আর তুই বেটা একাউন্টে মোটা মোটা স্যালারি নিয়ে নিচ্ছিল মাস শেষে। তোর মুশকিল আমি আসান করে দিবো ।কিন্তু আমি ফ্রি তে করে দিবো না।কিছু মাল পাতি ছাড়তে হবে। বুঝিসই তো ।খরচাপাতি আছে।" আমার কথা শেষ না হয়েই শাকিল চোখ মুছতে মুছতে বলল "তোর যা ইচ্ছা তাই পাবি। আমাকে শুধু আঁখি এনে দে...... অনীশ ।শুধু আঁখি এনেদে.........।আমি ওকে ছাড়া মরে যাবো........." "আরে বেটা রাখ। আমরা আছি না। মরে গেলে টাকা পাবো কি করে তোর কাছ থেকে।"সান্তনা দিয়ে বলল আমি। "আগে পাঁচশ টাকা ছাড় তো।খরচ পাতি করতে হবে।" শাকিল বিনা বাক্যব্যয়ে টাকা বের করে দিল। একেই বলে প্রেম মানুষকে অন্ধ করে দেয়। যেই শাকিলের কাছ থেকে দশ টাকা বের করা কঠিন ছিল সেই শাকিল নগদ ৫০০টাকা বের করে দিল! যাইহোক টাকাটা পকেটে নিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। প্রথমে গেলাম বাজারে। দুই কেজি আপেল কিনলাম।সোজা চলে গেলাম আঁখিদের বাসায়।এক কেজি দিলাম আঁখিদের দারোয়ান ছামছু কে। আপেল পেয়ে ছামছুর দাঁত কেলানো বন্ধ হচ্ছিল না। "বললাম তোমার ছেলেকে দিও। আহারে... ছেলেকে তো ভালো মন্দ কিছু খাওয়াও না।এটা তোমার ছেলের জন্য।" ছামছু বলল,"ঠিক কইছেন অনীশ ভাই।পোয়াডারে ভালমন্দ কিছু খাওয়াইতে পারি না।অনেক খুশি হইবো পোলাডা।" আরেক কেজি আপেল নিয়ে গেলাম আঁখিদের বাসায়।আন্টি মানে আঁখির আম্মা প্যাকেটটা হাতে নিয়ে বলল "কি দরকার ছিল বাবা?বাসায় কত এসব পরে থাকে।কেউ ছোঁয় না।" মুখে বললেও উনার চোখের ভাষা সে কথা বলে না। যাইহোক তো আঙ্কেল আমাকে দেখে বলল "কি অনীশ কাহিনী কি? চাকরি হয়েছে নাকি?" বললাম" না আঙ্কেল।যাতে চাকরি হয় তাই মুরুব্বিদের দোয়া নিয়ে আসলাম।" আঁখির বাবা দোয়ার কথায় বেশ খুশি হলেন "বেশ। বেশ । আজকাল তো মুরুব্বির দোয়ার কথা কেউ মনেই করে না। খুশি হলাম। কইগো আঁখির মা অনীশকে মিষ্টি দাও। শুনেছ তো। আমাদের আঁখির বিয়ে ঠিক হয়েছে। ছেলে সোনার টুকরো..." "শুনেছি আঙ্কেল। অনেক নাম শুনেছি ছেলেটার। একেবারে ফাস্টক্লাস চয়েজ।আখির বিয়েতে আমি কবজি ডুবিয়ে খাবো কিন্তুক। তা আঙ্কেল আঁখি কই? ওকে দেখছি না যে?" "আছে হয়তো ওর ঘরে। গিয়ে দেখ।" আঁখির ঘরে গিয়ে দেখলাম বেচারি মন মরা হয়ে শুয়ে আছে। আমাকে দেখে বলল "অনীশ ভাই কি হবে এখন? আমি যে শাকিলকে ছাড়া বাঁচবো না।" বললাম "চল ভেগে যাই।" ও বলল "ছি অনীশ ভাই। আপনি এত খারাপ! আপনাকে ভাই ভাবতাম।তাছাড়া আপনি তো বেকার। আপনার সাথে ভাগবে কে?আর আমি শাকিলকে ভালবাসি।" সবকিছুই সহ্য করে নেওয়া যায়। এমননি সুন্দরী মেয়েদের মুখে "ভাইয়া" ডাকও ।কিন্তুক "বেকার" সহ্য করতে পারা যায় না। তারপর ওকে সব বুঝিয়ে বললাম। শুধু শাকিলের কাছ থেকে টাকা নিচ্ছি এই ব্যাপারটা ছাড়া। আমার কথা শুনে খাট থেকে লাফ দিয়ে নামল আঁখির। হাত ধরে বলল "সত্যি অনীশ ভাই! সত্যি!" নিজের হাতদুটি আঁখির হাতে অনুভব করে ভগ্ন হৃদয়ে বললাম "সত্যি।"
২
সেদিন রাত ১১ টার দিকে আবার গেলাম আঁখিদের বাসায়। আঁখিদের বাসার দারোয়ান বাসায় নিচে গ্যারেজে কোণে একটা ঘরে পরিবার নিয়ে থাকে।সম্ভবত বেচারা ঘুমিয়ে গিয়েছিল।ডাকাডাকি করে ঘুম ভাঙ্গালাম।আমাকে দেখে অবাক হয়ে গেল।
"অনীশ ভাই?এত রাতে?"
কোন গোপন কথা বলছি এমনভাবে ওর কানে মুখে বললাম "তোমার ভাবীকে নিয়ে ভেগে এসেছি বুঝলাম। আজকের রাতটা আঁখিদের বাসায় থাকবে।তাড়াতাড়ি দরজা খুলে দাও তো।" পাশে দাঁড়িয়ে থাকা বোরকা পরা মোহিনীকে দেখিয়ে বললাম।মোহিনীর মুখ নেকাবে ঢাকা থাকলেও যাতে কোন সন্দেহ না থাকে তাই হাত দুটো খোলা রাখতে বলেছি। কেউ যাতে সন্দেহ না করতে পারে বোরকার নিচে মেয়ে বলে ছেলেকে চালিয়ে দিচ্ছি।
আগে মোহিনীর পরিচয় কিছুটা দিয়ে নেই।মোহিনী হচ্ছে আমার দূর সম্পর্কের বোন। দারুণ স্বাধীনচেতা মেয়ে। সারাদিন নারীবাদী আন্দোলন করে বেড়ায়। রাত বিরাতে বেরিয়ে অভ্যাস আছে ওর। তাছাড়া আঁখির ব্যপারটা খুলে বলতেই খুশি মনে রাজি হয়ে গেল। ওর কাছে আঁখির মা বাবা যা করছে তা হচ্ছে অমানুষিক। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে নারীর স্বাধীনতার খর্ব করে। তাই আমাকে সাহায্য করবে বলে কথা দিল। তাই এখন বোরকা পরিয়ে নিয়ে এসেছি। যদিও বোরকাতে তাঁর দারুণ আপত্তি। তাঁর কথা 'আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে ওই মেয়েকে ওর বাবা মায়ের নাকের ডগা থেকে তুলে নিয়ে আসবো।' মোহিনীর কথা আমি অবিশ্বাস করছি না। এই মেয়ের দ্বারা অসম্ভব কিছু নেই। আমি তো গোবেচারা।আখি আর শাকিল ভেগে যাওয়ার পর তো আমাকে এই এলাকাতেই থাকতে হবে। ধরা খেলে চলবে না। তাই বললাম সাহায্য করতে চাইলে আমার মত কাজ করতে হবে। মেয়েটার মনটা পরিষ্কার। রাগে গজ গজ করতে করতে শেষ পর্যন্ত রাজি হল।
তো বোরকার আড়ালে বেরিয়ে থাকা মোহিনীর হাতের দিকে তাকিয়ে দারিয়ান বেচারা কি করবে বুঝল না প্রথমে। এত রাতে একটা মেয়েসহ একটা বেকার ছেলেকে অন্যের বাড়িতে ঢুকতে দেয় কি করে? তবে সম্ভবত সকালের আপেলগুলো তাজা ছিল। স্বাদ এখনো ভুলতে পারেনি। তাই চক্ষু লজ্জার খাতিরে হলেও গেটের দরজা খুলে দিতে রাজি হল।
বোরকা পরা মোহিনীকে নিয়ে গেলাম আঁখিদের ফ্যাটে। দরজা খুলে দিল আঁখির বাবা। আঙ্কেল আমাকে দেখে ভূত দেখার মত চমকে উঠল। কিন্তু সাথে বোরকা পরা একটা মেয়ে দেখে আর বেশী আঁতকে উঠল। তবে বেশীক্ষণ সুযোগ দিলাম না উনাকে। লাফ দিয়ে উনার পায়ে পড়লাম।"আঙ্কেল...... আমাকে বাঁচান।আঙ্কেল......শুধু আজ রাতটা থাকতে দিন।"
এমনশক্তভাবে পায়দুটো চেপে ধরলাম যে নড়ার জো নেই। শব্দ শুনে ভেতর থেকে আঁখির মা আর আঁখির এসে গেল।পুর্বে শিখিয়ে দেওয়া মন্ত্রের মত আঁখির খুশিতে লাফ দিয়ে উঠল। ওর বাবা মাকে ঠেলে সরিয়ে দিয়ে মোহিনীর হাত ধরে ঘরে ভেতরে ঢুকিয়ে নিতে নিতে বলল "বাহ অনীশ ভাই। দারুণ একটা ভাবী জুটিয়ে ফেলেছে তো।এস ভাবী ভিতরে এস। "
আঁখির মা এখনো কিছু বুঝে উঠেনি। আঙ্কেলের পা এমনভাবে চেপে ধরে রেখেছি যে উনি নড়তেই পারছেন না। সেই অবস্থাতেই আখিকে বললেন "কিসের ভাবী? কিসের কি?" আমার দিকে তাকিয়ে বললেন "ছি ছি ছি লজ্জা করে না। বেকার ছেলে বিয়ে করে ফেলেছ। তাও আবার বউ নিয়ে নিজের বাসায় না গিয়ে আমার বাসায় এসেছ কোন দুঃখে?"
আমি বললাম "আঙ্কেল একবার ভেবে দেখুন। আজকে যদি আমি ওকে বিয়ে না করতে পেরে নেশ করে বাদলের মত খারাপ হয়ে যেতাম তাহলে কি আপনার খারাপ লাগত না?একবার ভাবুন।আমার মত নাদান মাসুম যদি রাস্তায় রাস্তায় বাদলের মত ঘুরে বেড়ায় তাহলে আপনার কষ্ট হবে না?"
বাদল আমাদের এলাকার সুপরিচিত ছ্যাকা খোর প্রেমিক। তাঁর কাজ হচ্ছে দুই দিন পর পর প্রেম করা।মজার ব্যাপার হচ্ছে সব এলাকার সব মেয়ের বাবা মায়ই চায় তাঁর মেয়ে যেন বাদলের সাথে অল্প কয়েকদিনের জন্য হলেও প্রেম করুক। কারণ যেই মেয়ের সাথেই বাদলের প্রেম হয় সেই মেয়েরই আলৌকিক কিছুর বদৌলতে এক মাসের মধ্যেই বিয়ে হয়ে যায়।শুধু তাই নয় মেয়ের বাবা মা যে রকম ছেলে চাই সেইরকম ছেলের সাথেই বিয়ে হয়। তাই এলাকার যেসব মেয়েদের বাবা মা মেয়ের বিয়ে নিয়ে টেনশন করে তাদের ত্রানকর্তা হচ্ছে বাদল। মেয়ের বাবা মা নিজেরা বাদলের সাথে মেয়কে প্রেম করতে উৎসাহ দেয়। বলা বাহুল্য মেয়ের বিয়ে ঠিক হলে বাদল কিছুই মনে করে না। কয়েকদিন ওই মেয়েটির শোকে কান্নাকাটি করে। পৃথ্বীর অমৃত পান করে। গাঁজা সিগারেট খায় । তারপর আবার আরেকটা মেয়ের প্রেমে পড়ে। যতদিন না সেই মেয়েটির বিয়ে না হচ্ছে। তবে অপেক্ষার তাঁর মেয়ার এক মাসের বেশী না।
যখন দেখলাম এই কথায় উনার চেহারায় কিছুটা কমনীয়ভাব দেখা দিয়েছে তখন ভেউ ভেউ করে কেঁদে দিলাম। এবার কাজ হল। আমাদের শুধু এক রাতের জন্য থাকতে দিতে রাজি হলেন। তবে শর্ত হল মোহিনী থাকবে আঁখির সাথে। পারফেক্ট। যা ভাবছিলাম তাই হচ্ছে। ওদিকে মোহিনী টুপ করেই আঁখির রুমে ঢুকে গেল বোরকা না খুলে। বললাম "মোহিনি ভালো মেয়ে। সবার সাথে দেখা দেয় না।আঙ্কেল যাতে কিছু মনে না করে।"
"দেখা দেয় না তো প্রেম করলে কিভাবে?" আঙ্কেল অবাক হয়ে জিজ্ঞেস করলেন।
"মনে টান আঙ্কেল মনের টান।চেহারা দেখে কি আর প্রেম হয়।আপনিই বলুন।" তারপর রস কস মিশিয়ে একটা আবেগঘন গাল গল্প বলে দিলাম। গল্পের শেষে উনি আবেগে চোখের পানি মুছলেন।আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন "তুমি আমার ছেলের মত।তোমার যা লাগবে আমাকে বলবে ।আমি তো আছি।"
আমার ঘুমানোর ব্যবস্থা হল সোফায়।সকালে আঙ্কেলের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। "এই অনীশ? উঠ উঠ।আখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।উঠ তাড়াতাড়ি।"
চোখ ঢলতে ঢলতে এমনভাবে তাকালাম যেন ভাঁজা মাছটি উল্টে খেতে পারি না। আন্টি বলল "তোমার স্ত্রী কেও খুঁজে পাওয়া যাচ্ছে না।"
আমি নিরিহভাবে বললাম "আন্টি,আঁখি আমার সাথে ভেগে না হয় একটা কথা ছিল। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আঁখি আমার স্ত্রীর সাথে ভেগে গিয়েছে? একি করে সম্ভব?"
আঙ্কেল রাগে গজ গজ করতে করতে বলল "আজকাল সবই সম্ভব। ওই আমেরিকায় কি সব চলে...... আমাদের দেশও বা পিছিয়ে যাবে কেন?ছি ছি একটা ছেলের সাথে ভেহে গেলেও তো হত। শেষ পর্যন্ত কিনা একটা মেয়ের সাথে! আর এই অনীশ? ওই মেয়ে কেমন স্ত্রী তোমার?ছি ছি......স্বামী রেখে ছি... ছি..."
মুখটা কৃত্রিম বেজার করে বললাম "ওকে পেলে আমি জিজ্ঞেস করতাম।"
সারাদিন অনেক খোঁজা খুঁজি চলল। থানায় জিডি করা হল। আমি নাদানের মত সারাদিন উনাদের সাথেই থাকলাম। আর সব কিছুতে সায় দিতে লাগলাম। পুরো এলাকায় ছিঃ ছিঃ রব ওরে গেল। আমাকে নিয়ে চলল ধিক্কার। পাড়ার পোংটা ছেলেরা বলল "অনীশ ভাই শেষ পর্যন্ত কিনা বিয়ে করলেন ওইসব কে? হেহেহহেহে......হেহেহহেহে......"
তবে দুইদিন পড়ে পরিস্থিত শান্ত হতেই আঁখির হাজির। সাথে শাকিল। আঁখির বাবা মাকে কদমমুছি করে "আব্বা... আব্বা বলে জড়িয়ে ধরল।"
এই নিয়ে আর কোন উচ্চবাচ্য করল না উনারা। শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ।মেয়ে তাঁদের ঠিকই আছে। অন্তত একটা ছেলেকেই বিয়ে করেছে। উনারা এতেই বেজায় খুসি।
তো বিকালে শাকিলের পকেট থেকে পাওনা বুঝেবাসায় যাচ্ছিলাম। পথে আঙ্কেলের সাথে দেখা। আমাকে বললেন "মেয়ে আমার ঠিকই আছে। কোন ঘাপলা নেই। তিমার জন্য আফসোস হয়।" বলেই জিহ্বা দিয়ে চুক চুক করলেন। আমি তখন বললাম "আঙ্কেল চিন্তা করবেন না। আমি চাকরি পেয়েছি।সব নতুন করে শুরু করবো। " তারপর পকেট থেকে টাকাটা অনুভব করলাম। হিসাব করছি মোহিনীকে ওর % দেওয়ার পর আমার কত থাকবে।
৩
তো সেদিন থেকেই শুরু হল আমার নতুন বিজনেস।মেয়ে ভাগানো।পর পর বেশ কয়েকটি সফল অপারেশন করলাম এলাকায়।এরপর থেকে এলাকায় আমি বেশ পরচিত হয়ে গেলাম। সবাই জেনে গেল আমার উদ্দেশ্য আর কাজের ধরণ।তাই সুযোগ মত একটা অফিস নিয়ে নিলাম এলাকার বাইরে। নাম দিলাম “ভাগানো ডট কম” । আমিই মালিক। আমিই একমাত্র কর্মচারি। প্রথম দিকে আমার কাস্টমার ছিল লিমিটেড। যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছে তাঁদের বন্ধু বান্ধরাই ছিল আমার কাস্টমার। নিজেরা আমার সার্ভিসে উপকার পেয়ে আমার কাছে রেফার করে দিত। আমি আবার গ্যারান্টি ছাড়া কাজ নেই না। বিফলে মূল্য ফেরত।
একশো ভাগ সফলতা নিয়ে আস্তে আস্তে ব্যবসাটা এগিয়ে গেল।ভাববেন না সবকছু এত সোজা। প্রতিদিন নিত্য নতুনভাবে মেয়ে ভাগানোর প্ল্যান বানাতে হয়। নতুন নতুন উপায় বের করতে হয়।তো দিনে দিনে বন্ধু বান্ধব মহল এবং এলাকা ছাড়িয়ে চারদিকে আমার নাম ছড়িয়ে গেল। না মানে ইয়ে সবার মাঝে না। ইয়াং এইজ বিশেষ করে যুবক যুবতীদের মাঝে আরকি।মুরুব্বিরা যদি কোনভাবে আমার এই বিজনেসের কথা জানে তো আমি একশো ভাগ শিউর নিখিল বাবা-মা সমিতি আমার নামে মামলা করে দিবে নতুবা আমার ব্যবসার দফারফা করে দিবে। তো যত প্রসার তত বেশী যন্ত্রনা। একবার তো এক জোড়া কিশোর কিশোরী আসল। তারা ভেগে যেতে চায়। খেয়াল করে দেখলাম ছেলেটার এখনো মোছই উঠেনি। আর মেয়েটা তো এখনো ফ্রগ পরাই ছাড়েনি। দিলাম এক রাম ধমক। ছেলে ম্যে দুটো ভেউ ভেউ করে উঠল। কিন্তু এসব ক্ষেত্রে মায়া দয়া রাখা চলে না। ঝেটিয়ে বিদায় করলাম। আরেকদিনের কাহিনী শুনেন। এক গুণ্ডা টাইপের লোক আসল। ছয় ফিট উচ্চতা আর পেল্লাই বুকের ছাতি। দুই হাতের বাইসেপের কথা নাই বলি। আমি তো গেলাম ভয় পেয়ে। না জানি কোন মেয়েকে ভাগিয়ে নিয়ে এসছিলাম তাঁর ভাই টাই হবে। কিন্তু লোকটা এসে সোজা আমার পায়ের তলায় বসল। আর কাকুতি মুনতি করতে লাগল। তারপর একতাড়া নোট আমার হাতে গুঁজে দিল। আমার দুই মাসে ইনকাম। ঘটনা কি জানতে চাইলাম।বলল পাড়ার পাতি মাস্তান হয়েও যে মেয়েটাকে উনি পছন্দ করে সেই মেয়েটা উনাকে পাত্তা দেয় না।অথচ অন্য একটা ছেলের সাথে দিব্যি প্রেম করে যাচ্ছে। এখন উনি চাচ্ছে মেয়েটাকে জোর করে ভাগিয়ে নিতে।শুনে তো আঁতকে উঠলাম। বললাম এই কাজ আমার দ্বারা হবে না। আপনি অন্য রাস্তা দেখেন। যখন বুঝল কাজ হবে না।তাঁর চ্যালা পেলারা এসে হাজির। শেষে দিল কিছু উত্তম মাধ্যম। এখনো মাঝে মাঝে মার খাওয়া জায়গাগুলো ব্যাথায় চিনচিন করে উঠে। তবে আমার এই ব্যবসায়িক জীবনের মোড় ঘুরে গেল যেদিন আফিফা এসে আমার দরজায় কড়া নাড়ল। দিনটির কতা স্পষ্ট মনে আছে। সেদিন সকাল থেকেই বৃষ্টি পড়ছিল।হাতে কোন কাজ ছিল না। কারণ মাত্রই দিন দুই আগে পর পর দুটো সফল অপারেশন করে এসেছি।হাতে এখন টাকা আছে ভালোই।কোন টেনশন নাই। আপাতত কিছুদিনের জন্য রিলাক্স। তাই সকাল থেকে পড়া বৃষ্টিটা উপভোগ করছিলাম। কফির চুমুক সাথে বৃষ্টি পড়ার শব্দ ।এক অসাধারণ কম্বিনেশন। ঠিক এমন সময় দরজা খুলে একটা এয়ে ঢুকল। মেয়েটা বৃষ্টিতে ভিজে সারা। সেইসাথে পায়ের জুতোতে আমার মেঝে পানিতে মাখামাখি অবস্থা।বলার অপেক্ষা রাখে না মেয়েটা বেসম্ভব সুন্দরী।মেয়েটা কোন দিকে না তাকিয়ে সোজা আমার সামনে এসে দাঁড়াল, “এটা কী ভাগানো ডট কম?” মেয়েটার দেখে আমি এতই বিমোহিত হয়ে গিয়েছি সে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিলাম।তবে দ্রুত নিজেকে সামলে নিলাম। যে লাইনে কাজ করি সেই লাইনে নিত্যদিন এমন হাজারো সুন্দরীর সাথে কাজ করতে হয়।এখানে পথ হালারে চলে না। একটু বিপথে গেলেই মামলা খতম।
আমি যথা সম্ভব মোলায়েম স্বরে উত্তর দিলাম,”জি ।ঠিকই ধরেছেন। বলুন কিভাবে সাহায্য করতে পারি?”বলেই পিছনে ইতিউতি তাকালাম।আমি আশ করছিলাম সাথে বয়ফ্রেন্ড আসেব। সাধারণত ক্লায়েন্টরা আসে কাপল হয়ে। ক্ষেত্রে বিশেষে প্রাথমিক অবস্থায় ছেলেটা এসে কাজ দিয়ে যায়। পড়ে জোড়ের অন্য জনের সাথে দেখা হয়। আর অবস্থা বেশী সিরিয়াস হলে ফোন কথা বলে নেই। মেয়েটার সাথে কেউ আসেনি। একা এসেছে। আমার পুরো অফিসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর বলল “অফিস তো ভালোই সাজিয়েছেন। কিন্তু একটা সাইনবোর্ড টাঙ্গাতে কি সমস্যা? আপনি জানেন কত সমস্যায় পড়েছি আপনার অফিস খুজেতে গিয়ে? তাও আবার এই বৃষ্টিতে।”
“ইয়ে মাদক ব্যবসায়ী যদি অফিস খুলে মাদক সেল করে তাহলে তো মাদকসেবীদের সাথে পুলিশও এসে হাজির হয়। তাই না?তেমনি আমার এই বিজনেসে ওপেনলি কিছ করা মানে নিজের পায়ে নিজে কুড়ল মারা।আপনার অতিরিক্ত কষ্টের জন্য দুঃখিত।” বিনয়ের অবতার হয়ে উত্তর দিলাম।
“হয়েছে হয়েছে।এখন রুমাল টুমাল কিছু দিন ।ঠাণ্ডা লেগে যাবে আমার। আমার আবার ঠাণ্ডার প্রবলেম আছে।”
আমি ‘কাস্টমার সার্ভিস সবার আগে’ নীতিতে বিশ্বাসী।দ্রিত তোয়ালে বের করে দিলাম। মাথা মুছে আলুথালু চুল নিয়েই সামনের চেয়ারে বসল। আমি খাতা কলম নিয়ে বসলাম।
“আপনার নাম?”
“আফিফা।”
“পেশা?”
“চাকুরীজীবী”
“বাবা কি করেন?”
“ব্যবসায়ী।”
“আপনাকে কোথা থেকে ভাগাতে হবে? বাসাত থেকে নাকি কোন বন্ধী কারাগার থেকে।”
“আমাকে দেখে কি মনে হয় আমি বন্ধি কারাগারে আছি?বন্ধি থাকলে কি আমি এখানে আসতে পারতাম?”
“নাহ। মানে আনেকেই মিথ্যা বলে বের হয়। কিত্নু ভাগতে প্রিপারেশন লাগে ।সাথে কিছু নিয়ে ভাগতে হয়। ওসবের জন্য বলা আরক…”
“ঠিক আছে ঠিক আছে।”
“আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কোথায়? পেমেন্ট কি উনি করবে ? আমি কিন্ত অগ্রিম নেই টাকা।”
“কেন আমাকে দেখে কি মনে হয় আমি ফকির মিসকিন?আমার কাছে টাকা নেই?”
“নাহ , আসলে বেশীরভাগ ক্ষেত্রেই ছেলেরাই টাকা দেয় কি না…”
আমার মুখের কথা কেঁড়ে নিয়ে মেয়েটা বলল “হ্যালো… এটা ২০১৮। ১৯ কট কটি না। আর শুনে রাখুন আমাকে ভাগাতে হবে না।ভাগাতে হবে আমার বয়ফ্রেন্ডকে। যা করার দ্রুত করতে হবে। ওর বিয়ে ঠিক হয়ে আছে।কত দিবে হবে আপনাকে?” ভ্যানিটি ব্যাগ খুলতে খুলতে প্রশ্ন করল আফিফা।
কথাটা শুনে হাত থেকে কলম পড়ে গেল। ভুল শুনলাম না তো? মেয়েটা সম্ভবত আমার মনের কথা পড়তে পারল। মুখটা বেকিয়ে উত্তর দিল “জি ঠিকই শুনেছেন। আমার বয়ফ্রেন্ডকে ভাগাতে হবে। এতে অবাক হওয়ার কি আছে?”
মুখটা ভ্যাংচাতে মেয়েটাকে আরও সুন্দর লাগল। ধুর কি যা তা ভাবছি। ফোকাস অনীশ ফোকাস।কাজে সময় ন টাল্টি ফাল্টি । উত্তর দিলাম “না আসলে এরকম কেস এই প্রথম তো তাই…”
“সব কিছুরই প্রথম থাকে। আজকের পড়ে আর প্রথম থাকবে না। ভিক্টিমের নাম লিখুন সালাউদ্দিন মইন।পেশা ডাক্তার।বাবার নাম………”
মেয়েটা একেরপর এক ইনফরমেশন দিয়ে যাচ্ছে আমি খস খস করে নোটবুকে লিখেই যাচ্ছি ।
৪
আফিফার কাছ থেকে ঘটনা যা শুনলাম তা নতুন কিছু না।যুগ যুগ ধরে আমরা যা দেখে আসছি তাই আবার নতুন করে শুনতে হল। সেই চৌধুরী আর খানদের ইতিহাস। আফিফার পরিবার ওদের এলাকায় ডাকাবুকো ফ্যামিলির মধ্যে অন্যতম। আফিফার বাবার কথায় দশ ঘাটের লোক এক ঘাটে জল খায়। এককালে তাদের জমিদারি ছিল। এখন জমিদারি না থাকলেও সেই ঠাটবাট ঠিকই রয়ে গিয়েছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল।
ওদিকে আফিফার প্রেমিক মইনদের ফ্যামিলি নয়া বড়লোক হয়েছে। বংশ পরস্পরায় ওরা বড়লোক ছিল না। মইনের পূর্ব পুরুষ এক সময় আফিফাদের জমিদারিতে চাকরি করতো। আফিফার পূর্বপুরুষদের জমিদারি গিয়ে দুর্দিন শুরু হল আর তা শাপে বর হয়ে মইনদের পূর্বপুরুষদের ভাগ্য খুলে গেল। ব্যবসা করে বিস্তর কাঁচা পয়সা গড়ে দুই পুরুষের মাথায় এলাকার গণ্যমান্য হয়ে গেল। ব্যাপারটা ভালো চোখে দেখল না আফিফাদের পরিবার। প্রথম প্রথম ছোট খাটো কনফ্লিক্ট। কিন্তু বংশ পরিক্রমায় তাই রূপ নিল সাপে নেউড়ে সম্পর্কে। এর মধ্যে ওদের দুজনের প্রেম হল। দুই পরিবারের কেউই মেনে নিতে পারল না। আফিফাদের বাসায় এসে নিজের ছেলেকে ৪৮ ঘন্টায় বিয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়ে গিয়েছেন মইনের বাবা। মইন ছুটি উপলক্ষ্যে বাড়িতেই ছিল। আর যায় কোথায়। সাথের সাথে ঘরে বন্দী।
সব শোনার পড় জিজ্ঞেস করলাম।
"তা মইনের বাবা ৭২ ঘন্টার আন্টিমেটাম দিয়ে দিল আর তোমার বাবা তা সহ্য করলেন!"
"আরে নাহ। বাবা।এত বোকা না। তিনি ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন।তবে এই নিয়ে আমি চিন্তিত না।আমি ঠিকই নিজের হিল্লে করতে পারবো কিন্তু হাঁদারামটার বিয়ে হয়ে গেলে তো সমস্যা।" ভেজা চুলে বিলি কাটতে কাটতে বল আফিফা।
"তা কীভাবে শুরু করা যায়? ভেবেছ কিছু?" জিজ্ঞেস করলাম কলম নাচাতে নাচাতে।
চোখমুখ বড় বড় করে জিজ্ঞেস করল "ওই মিয়া!আমিই যদি ভাবতাম তাহলে আপনার কাছে আসছি কেন? দেন দেন টাকা ফেরত দেন।যত্তসব ভণ্ডামি।"
দেখলাম অবস্থা বেগতিক। পাগল কিসিমের কাস্টমার। যদিও সুন্দরী। তাতে কি পাগলের কি আর জাত পাত আছে? সুন্দরী হইলেই বা কি?
"আরে ম্যাডাম। এত রেগে যান কেন?কলিকাতা হারবালে গিয়ে কি কেউ এক শট টেস্ট না ফেরত আসে? বললাম না বিফলে মূল্য ফেরত। আপনার বয়ফ্রেন্ড কে আপনার পায়ে যদি হাজির না করেছি তবে আমান নাম অনীশ না।"
"মনে থাকে যেন।আমার পায়ে এনে ফেলবেন বলেছেন।"
"ইয়ে... বুকে এনে ফেললেও তো হবে?" কাঁচুমাচু হয়ে জিজ্ঞেস করলাম।
আমার লেইম জোকসে একটুও ইম্প্রেস না হয়ে বলল "ননসেন্স। ইডিয়ট।"
যাই হোক সব প্রয়োজনীয় জিনিসপাতি জোগাড় করে আল্লাহ্ নাম নিয়ে রওনা দিলাম। আফিফা বাস স্ট্যান্ড থেকে ওর বাসায় চলে গেল আর আমি সোজা গেলাম মইনদের বাসায়। ওর বাসায় গিয়ে দেখলাম সে এক এলাহি কাণ্ড। নিজের যে মালকড়ি আছে সেটা বোঝানোর জন্য মইনের বাবা কোন কার্পন্য করেন নাই। ওদের বাড়িতে আমি উঠলাম মইনের বন্ধু হিসাবে। বেচারা মইনের নিচে আসাও বারণ। ওর বাবার লাল টকটকে চেহারা। ঝাড়া ছয় ফিট। মুখের পেল্লাই গোঁফ উনার ব্যক্তিত্বেও বহিঃপ্রকাশ।
আমাকে দেখে ঝাড়া পাঁচ মিনিট আমার দিকে তাকিয়ে রইল কোন কথা না বলে। আমি নিরীহ গোবেচারা মত যতটা পারা যায় মুখে শিশুর সারল্য নিয়ে দাঁড়িয়ে রইলাম। যেন দুনিয়ার কোথায় কি হচ্ছে তার কিচ্ছুটি জানি না।
মেয়ে দেখতে আসা পাত্র পক্ষের মত আমাকে দেখে টেখে রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন "তোমাকে দেখে তো মইনের বন্ধু বলে মনে হয় না। কেমন চোর চোর ভাব তোমার চেহারায়।"
আমি বিনয়ের অবতার হয়ে বললাম "আমার সব বন্ধুর বাবা আমি এই কথা বলে।তবে বিশ্বাস করেন আংকেল আমি দেখতে কিউট না হলেও চোর না। এখানে দুই দিন থাকলে আমাকে সারাজীবন মনে রাখবেন। আমি যেখানে যাই নিজের ছাপ ফেলে আসতে চেষ্টা করি।"
"হুম। তা কি কাজ করো?"
"জি আংকেল।ভাগাই। ভাগানো আমার পেশা?"
কথাটা বলেই জিভে কামড় দিলাম। ভুলে করে ফেললাম।
"ভাগানো? কি ভাগাও তুমি?" অবাক হয়ে উনি প্রশ্ন করলেন।
"মানে ওই গরু ছাগল ভাগাই আরকি।মানে রাখাল বলতে পারেন।"
"রাখাল!"
"ডিজিটাল রাখাল আংকেল।গরু ছাগলের ফার্ম আছে আমার।নিজের ফার্মেই গরু ছাগল ভাগিয়ে বেড়াই মানে ঘাস খাইয়ে বেড়াই ওদের।"
"ও আচ্ছা। তাই বল। কিন্তু যাই বলো তোমাকে আমার চোর মনে হয়।যাও মইন উপরে আছে।"
উনাকে আট কিছু বলতে সুযোগ না দিয়ে সুড়ুৎ করে দোতলায় উঠে এলাম।
হিসাব করে দেখলাম এক হিসাবে তো আমিই চোরই। চোরের সাথে আমার বিশেষ পার্থক্য নেই। চোর রাতের বেলা মানুষের বাড়িতে হামলা করে। আমি তাই করি। তবে পার্থক্য আমি আসবার পত্র না নিয়ে বাড়ির মেয়েদের চুরি করে বেড়াই।থুক্কু ভাগিয়ে বেড়াই।তাহলে কি রাতে বেলা চোরের মত চলাফেলা করতে করতে চেহারায় চোর চোর ভাব চলে এসেছে? হতে পারে।
দরজার দুই পালোয়ান গার্ড হিসাবে দাঁড়িয়ে আছে। আমার দিকে গরম চোখে তাকিয়ে দরজার তালা খুলে দিল। কোনমতে ভিতরে ঢুকতেই পেছন থেকে দরজা বন্ধের আওয়াজ পেলাম।
ভিতরে ঢুকে দেখি একটা ছেলে বুকে বালিশ নিয়ে উপুড় হয়ে গুন গুন করে কাঁদছে। গলা খাকারি দিয়েই ফিরে তাকাল। ছেলেটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অতিরিক্ত কান্নার ফল। টকটকে ফর্সা চেহারায় তা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। আমাকে দেখে কোলের বালইশ ফেলে সিনেমার নায়িকাদের মত দোউে এল। ভয় পেয়ে গেলাম। আজকালকার যুগে সব চলে। কে যে বাইসেক্সুয়াল আর যে নরলাম বুঝা মুশকিল। বিপদে পড়ে গেলাম নাকি?তবে আমার সব জল্পপা কল্পনার অবসান ঘটিয়ে মইন আমার পায়ে এসে পড়ল।
"ভাই আমাকে এখান থেকে বের করে নিয়ে চলুন। আমি আফিফাকে ছাড়া বাঁচবো না।আমি শেষ হয়ে যাবো।"
"আরে ভাই রাখেন রাখেন। আপনাকে বাঁচানোর জন্যই তো আমি এসেছি। উঠেন ভাই উঠেন।তবে আগে একটা কথা বলেন তো। আফিফাকে প্রপোজ কে করেছিল?"
মইন চোখ মুছতে মুছতে বলল "আফিফাই করেছিল।"
আমি গাল চুলকে বললাম "হুম।এটাই ধারণা করেছিলাম।আপনি সেই ম্যাটারিয়াল না।"
"কোন ম্যাটারিয়াল ভাই?"ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করল মইন
"কিছু না।আসেন কাজে নামি।" বলেই বাক্স পেটরা খুলতে শুরু করলাম।
চলবে..............................
Published on December 19, 2018 01:46
•
Tags:
short-story-ছ-ট-গল-প
No comments have been added yet.

