অমর একুশে গ্রন্থমেলা ২০১৩ উপলক্ষ্যে রয়েল পাবলিশার্স প্রকাশ করেছে আমার তৃতীয় গল্প সংকলন, ছায়াগোলাপ।
বইটি আমি উৎসর্গ করেছি আমার দুই বন্ধু এস এম মাহবুব মুর্শেদ ও আহমেদ অরূপ কামালকে। এঁরা সচলায়তনের দুই ভাস্কর। কোলাহলে ভরা আন্তর্জালের বাংলা ভাষার জগতে এই দুই বন্ধু নিজেদের ব্যক্তিগত জীবনে অপরিমেয় ত্যাগ স্বীকার করে চুপচাপ হাতুড়ি-বাটাল নিয়ে একটু একটু করে পাথর কুঁদে তৈরি করেছেন সচলায়তনের
Published on February 21, 2013 18:17