স্যাটায়ার আর রহস্যকে একসাথে ঘুঁটে গল্প লেখার জন্যে আমি কয়েকটি চরিত্র তৈরি করেছিলাম অনেক আগে, ব্লগিঙের সুবাদে সে চরিত্রগুলো এক এক করে বিভিন্ন গল্পকে অবলম্বন করে খানিকটা বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। গোয়েন্দা ঝাকানাকাকে নিয়ে সুজন চৌধুরীর সঙ্গে এর আগে একটি কমিক প্রকাশ করেছিলাম শিশুদের জন্যে, এবার কিশোর ও তদুর্ধ্বদের জন্যে প্রকাশিত হলো একটি গল্প সংকলন, "গোয়েন্দা ঝাকানাকা ও এক ডজন রহস্য"।
বইটি উৎসর্গ
Published on February 12, 2014 10:06