Binoy Majumdar
Born
in Tedo, Myanmar, India
September 17, 1934
Died
December 11, 2006
Genre
Influences
![]() |
ফিরে এসো চাকা
3 editions
—
published
1962
—
|
|
![]() |
বিনয় মজুমদারের শ্রেষ্ঠ কবিতা
—
published
1981
|
|
![]() |
কাব্য সমগ্র প্রথম খণ্ড
2 editions
—
published
1993
—
|
|
![]() |
আত্মপরিচয়
—
published
2014
|
|
![]() |
হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ
—
published
2003
|
|
![]() |
ধূসর জীবনানন্দ
—
published
2007
|
|
![]() |
ঈশ্বরীর স্বরচিত নিবন্ধ ও অন্যান্য
—
published
2002
|
|
![]() |
কাব্য সমগ্র দ্বিতীয় খন্ড
|
|
![]() |
নক্ষত্রের আলোয়
|
|
![]() |
ছোটো ছোটো গদ্য ও পদ্য
—
published
2007
|
|
“সকল ফুলের কাছে এত মোহময় মনে যাবার পরেও
মানুষেরা কিন্তু মাংস রন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসে”
― ফিরে এসো চাকা
মানুষেরা কিন্তু মাংস রন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসে”
― ফিরে এসো চাকা
“কেন এই অবিশ্বাস, কেন আলোকিত অভিনয়?
কী আছে এমন বর্ণ, গন্ধময়; জীবনের পথে,
গ্রন্থের ভিতরে আমি বহুকাল গবেষক হয়ে
লিপ্ত আছি, আমাদের অভিজ্ঞতা কীটের মতন ।
জানি, সমাধান নেই; অথচ পালঙ্করাশি আছে,
রাজকুমারীরা আছে- সুনিপুণ প্রস্তরে নির্মিত
যারা বিবাহের পরে বারংবার জলে ভিজে ভিজে
শৈবালে আবিষ্ট হয়ে সারস শ্যামল হতে পারে ।
এখন তাদের রূপ কী আশ্চর্য ধবল লোহিত
অকারণে খুঁজে ফেরা; আমি জানি, নীল হাসি নেই ।
জঠরের ক্ষুধা তৃষ্ণা, অট্টালিকা, সচ্ছলতা আছে
সফল মালার জন্য; হৃদয় পাহাড়ে ফেলে রাখো ।”
― ফিরে এসো চাকা
কী আছে এমন বর্ণ, গন্ধময়; জীবনের পথে,
গ্রন্থের ভিতরে আমি বহুকাল গবেষক হয়ে
লিপ্ত আছি, আমাদের অভিজ্ঞতা কীটের মতন ।
জানি, সমাধান নেই; অথচ পালঙ্করাশি আছে,
রাজকুমারীরা আছে- সুনিপুণ প্রস্তরে নির্মিত
যারা বিবাহের পরে বারংবার জলে ভিজে ভিজে
শৈবালে আবিষ্ট হয়ে সারস শ্যামল হতে পারে ।
এখন তাদের রূপ কী আশ্চর্য ধবল লোহিত
অকারণে খুঁজে ফেরা; আমি জানি, নীল হাসি নেই ।
জঠরের ক্ষুধা তৃষ্ণা, অট্টালিকা, সচ্ছলতা আছে
সফল মালার জন্য; হৃদয় পাহাড়ে ফেলে রাখো ।”
― ফিরে এসো চাকা
“আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো ।
তোমার গায়ের রঙ এখনো আগের মতো, তবে
তুমি আর হিন্দু নেই, খৃষ্টান হয়েছো ।
তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি ।
আমার মাথার চুল যেরকম ছোটো করে ছেঁটেছি এখন
তোমার মাথার চুলও সেইরূপ ছোটো করে ছাঁটা,
ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই; যখন দুজনে
যুবতী ও যুবক ছিলাম
তখন কি জানতাম বুড়ো হয়ে যাব ?
আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে ।
আমার ঠিকানা আছে তোমার বাড়িতে,
তোমার ঠিকানা আছে আমার বাড়িতে,
চিঠি লিখব না ।
আমরা একত্রে আছি বইয়ের পাতায় ।”
― হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ
তোমার গায়ের রঙ এখনো আগের মতো, তবে
তুমি আর হিন্দু নেই, খৃষ্টান হয়েছো ।
তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি ।
আমার মাথার চুল যেরকম ছোটো করে ছেঁটেছি এখন
তোমার মাথার চুলও সেইরূপ ছোটো করে ছাঁটা,
ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই; যখন দুজনে
যুবতী ও যুবক ছিলাম
তখন কি জানতাম বুড়ো হয়ে যাব ?
আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে ।
আমার ঠিকানা আছে তোমার বাড়িতে,
তোমার ঠিকানা আছে আমার বাড়িতে,
চিঠি লিখব না ।
আমরা একত্রে আছি বইয়ের পাতায় ।”
― হাসপাতালে লেখা কবিতাগুচ্ছ