বৃশ্চিক Quotes

Rate this book
Clear rating
বৃশ্চিক বৃশ্চিক by Piya Sarkar
159 ratings, 4.19 average rating, 60 reviews
বৃশ্চিক Quotes Showing 1-1 of 1
“দিল্লীর মসনদে তখন আলাউদ্দীন খলজী। তার রাজত্বে প্রথমবারের মত ভারতবর্ষের বাজারে পুলিশ নিয়োগ করলেন। পুলিশ কর্তার নাম দিলেন শাহান-ই-মণ্ডি। সেই মণ্ডির নিয়মকানুন ছিল ভয়ংকর। কেউ মাপেটাপে কম দিলে শাহান-ই-মণ্ডি তার শরীর থেকে সমপরিমাণ মাংস কেটে নিতেন। একবার শাহান-ই-মণ্ডির ছেলের নামে অভিযোগ এল যে সে বাপের ক্ষমতার প্রভাবে মাপে ফাঁকি দিয়েছে। সকলে ছেলেকে বেঁধে নিয়ে এলো শাহান-ই-মণ্ডির কাছে। নিজের নামের অপব্যবহার করার জন্য ছেলের উপরে রেগে তাকে মেরেই ফেললেন সেই পুলিশ কর্তা। খবরটা সুলতান অবধি গড়ালো। সুলতান তদন্ত করে জানতে পারলেন শাহান-ই-মণ্ডির ছেলের আসলে কোনও দোষই ছিল না। কোনও এক ধুরন্ধর ব্যবসায়ী নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে। শাহান-ই-মণ্ডি কান্নায় ভেঙে পড়লেন শুনে। কিন্তু আলাউদ্দিন এবার একটা ভয়ংকর সিদ্ধান্ত নিলেন। তিনি জনসমক্ষে শাহান-ই-মণ্ডিকে শুলে চড়ালেন৷

সুলতান কেন এমন করলেন?
-লোকটার আবেগের কাছে তার যুক্তি হার মেনেছিল। সে তদন্ত করে সত্য মিথ্যা বিচার করার চেষ্টা করেনি। সেটাই ছিল সুলতানের কাছে কর্তব্যের বিরাট অবহেলা। লোকটার আর বেঁচে থাকার কোন অধিকার ছিল না সুলতানের কাছে।”
Piya Sarkar, বৃশ্চিক